বাড়িতে অতিথির সঙ্গে কথা বলছিলেন তখন। আচমকাই বিসিসিআই কর্তা ব্রিজেশ প্যাটেলের ফোন এল। বিশদে কোনও কিছু না বলেই চারু শর্মাকে জুতো পরে তৈরি হতে বললেন ব্রিজেশ। কারণ না জেনেই তৈরিও হলেন চারু শর্মা। হোটেলে গিয়ে চারু জানতে পারলেন ব্রিটিশ নিলামকারী হিউজ এডমেডেস অসুস্থ হয়ে পড়ায় নিলামের দায়িত্ব সামলাতে হবে তাঁকে। অভিজ্ঞ এই সঞ্চালক এরপর সাবলীল ভাবেই আইপিএল নিলামের প্রথমদিনের বাকি সময়টা নিলামকারীর দায়িত্ব সামলালেন। নিলাম শেষে কুড়িয়েও নিলেন সবার কড়তালি।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে চারু এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘যখন আমি পৌঁছলাম, আমাকে বলা হল যে ইংল্যান্ড থেকে আসা আইপিএল নিলামকারী হিউজ এডমেডেসের কী হয়েছে। তিনি পোস্টুরাল হাইপোটেনশনের কারণে মঞ্চ থেকে পড়ে গিয়েছিলেন। আমি বললাম, আচ্ছা, চলুন। আমাদের ১৫ মিনিটের সেশন ছিল। আমি জিজ্ঞাসা করলাম যে কী কী হয়েছে এবং কী করা বাকি। আইপিএল কর্মকর্তারা তখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে বিরতির সময় বাড়ানো উচিত কিনা। আমি বললাম, না। আমার বেশ মজাই হল।’
চারু আরও বলেন, ‘এটি এমন একটি পেশা যা আমার কাছে নতুন নয়। আমার জন্য এটা হাতুড়ি সাথে আরও একটি কর্মদিবস ছিল। পার্থক্য হল, সম্ভবত, এই নিলামে আরও বেশি লোক ছিলেন, এই নিলাম আরও অনেক সংখ্যক মানুষ দেখছেন। দুইজন লোক জড়িত থাকুক বা দুই মিলিয়ন বা দুই বিলিয়ন এবং সেটা ২ টাকার নিলাম হোক বা ১ বিলিয়ন টাকার নিলাম, এটা পেশাগত কাজ।’
চারু বলেন, ‘এটি একটি খুব বড় একটি ইভেন্ট। সারা বিশ্বে এটি সম্প্রচারিত হয়। এত মানুষের জীবন তৈরি হয় এই নিলামে। যাঁরা এই নিলামে সুযোগ পাননি, তাঁদের জন্য দুঃখ হয়। তবে এটাই জীবন। কিন্তু প্রতিবেশী নেপালের খেলোয়াড় সন্দীপ লামিচানের (নিলামে অবিক্রিত থাকেন লামিচানে) জন্য আমি খুবই দুঃখিত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।