বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > LSG vs MI: 'সব দোষ আমার', খারাপ শটে আউট হয়ে ম্যাচ হারার দায় নিজের ঘাড়ে নিলেন ক্রুণাল

LSG vs MI: 'সব দোষ আমার', খারাপ শটে আউট হয়ে ম্যাচ হারার দায় নিজের ঘাড়ে নিলেন ক্রুণাল

ক্রুণাল পান্ডিয়া। ছবি- এএফপি।

Lucknow Super Giants vs Mumbai Indians IPL 2023 Eliminator: এমনটা নয় যে, মুম্বই নাগালের বাইরে বেরিয়ে গিয়েছিল। তবে ব্যাটিং ভরাডুবির মুখে পড়ে আইপিএল ২০২৩ থেকে ছিটকে যায় লখনউ সুপার জায়ান্টস।

আইপিএল ২০২৩-এর এলিমিনেটরে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের জন্য সম্পূর্ণভাবে নিজের ঘাড়ে দায় নিলেন লখনউ দলনায়ক ক্রুণাল পান্ডিয়া। এমনটা নয় যে তাঁর একার ভুলে ম্যাচ হেরেছে সুপার জায়ান্টস। তবে সিনিয়র পান্ডিয়া মনে করেন, ভুল শট খেলে তিনি নিজে আউট হওয়ার পরেই ম্যাচের মোড় ঘুরে যায়। নাহলে তখনও পর্যন্ত দারুণভাবে লড়াইয়ে টিকে ছিল লখনউ।

মুম্বই ইন্ডিয়ান্সের ৮ উইকেটে ১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস পাওয়ার প্লে-তে ২ উইকেট হারায়। তবে মার্কাস স্টইনিসের সঙ্গে জুটিতে প্রাথমিক বিপর্যয় থেকে দলকে টেনে তোলার লক্ষণ দেখান ক্রুণাল। যখন ম্যাচের রাশ লখনউ ধীরে ধীরে নিজেদের হাতে নিচ্ছে বলে মনে হয়, ঠিক তখনই পীযূষ চাওলাকে তুলে মারতে গিয়ে টিম ডেভিডের হাতে ধরা পড়ে যান পান্ডিয়া।

ক্রুণাল দলগত ৬৯ রানের মাথায় সাজঘরে ফেরার পরে ধস নামে লখনউয়ের ইনিংসে। তারা শেষমেশ ১০১ রানে অল-আউট হয়ে যায়। ম্যাচের শেষে ক্রুণাল বলেন, ‘একটা সময় পর্যন্ত আমরা ভালো জায়গায় ছিলাম। সবকিছু (বিপর্যয়) শুরু হয় আমি ওই শটটি খেলে আউট হওয়ার পর থেকে। আমাদের ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। ওটা কখনই ভালো শট ছিল না। তার জন্য সব দোষ আমার।’

আরও পড়ুন:- KKR গম্ভীরকে তাড়ানোর পরে শেষ দু'বছর নাইট শিবিরে কেমন অবস্থা হয়েছিল তাঁর, ক্ষোভের সঙ্গে জানালেন উথাপ্পা

সচরাচর ব্যাটিং বিপর্যয়ে পড়লে অনেক ক্যাপ্টেনকেই পিচের দোহাই দিতে দেখা যায়। এক্ষেত্রে ক্রুণাল পান্ডিয়া সেই পথে হাঁটলেন না মোটেও। দ্বিতীয় ইনিংসে পিচ থেকে বোলাররা বাড়তি সাহায্য পেয়েছেন কিনা জানতে চাওয়া হলে ক্রুণাল বলেন, ‘পিচ একটুও বদলায়নি। প্রথম ২০ ওভারে যেমন আচরণ করে বাইশগজ, দ্বিতীয় ইনিংসেও তেমনটাই ছিল। বল দারুণ ব্যাটে আসছিল। আমাদের ভালো ব্যাট করা উচিত ছিল। স্ট্র্যাটেজিক টাইম-আউটের পর থেকে আমরা মোটেও ভালো ক্রিকেট খেলিনি।’

কুইন্টন ডি'কককে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বসিয়ে রাখা প্রসঙ্গে ক্রুণাল বলেন, ‘কুইন্টন ডি’কককে বসিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন ছিল। ও বিশ্বমানের ক্রিকেটার। তবে এখানে ডি'ককের থেকে কাইলের রেকর্ড ভালো হওয়ায় ওকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।'

আরও পড়ুন:- ভারতে হোম-অ্যাওয়ে ভিত্তিতে IPL মানেই ফাইনালে ধোনির CSK, দেখুন অবাক করা পরিসংখ্যান

উল্লেখ্য, চিপকের এলিমিনেটরে শুরুতে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৮২ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ১৬.৩ ওভারে ১০১ রানে অল-আউট হয়ে যায়। ৮১ রানে ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করেন মুম্বই। লখনউকে বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন