বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > MI vs LSG, IPL 2023: ১০১ রানেই অলআউট, IPL প্লে-অফে সর্বনিম্ন স্কোরের লজ্জার তালিকায় নাম লেখাল লখনউ

MI vs LSG, IPL 2023: ১০১ রানেই অলআউট, IPL প্লে-অফে সর্বনিম্ন স্কোরের লজ্জার তালিকায় নাম লেখাল লখনউ

লজ্জার নজিরের তালিকায় নাম তুলল লখনউ সুপার জায়ান্টস।

আইপিএলের প্লে অফের ইতিহাসে সর্বনিম্ন রানে আউট হয়ে যাওয়া দলগুলোর তালিকায় নাম উঠে গেল সুপার জায়ান্টসদের! এই লজ্জার নজির গড়া তালিকার শীর্ষে রয়েছে ডেকান চার্জার্স। আর তিনে নাম লেখাল লখনউ সুপার জায়ান্টস।

শুভব্রত মুখার্জি: চলতি আইপিএলের মাঝ পথেই নিয়মিত অধিনায়ক কেএল রাহুলকে চোটের কারণে হারাতে হয়েছিল লখনউ সুপার জায়ান্টসকে। তবে এর পরেও কিন্তু দল যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল। তবে বুধবার এলিমিনেটরে গিয়ে যেন মুখ থুবড়ে পড়তে হল ক্রুনাল পাণ্ডিয়ার নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসকে। চরম ব্যাটিং ব্যর্থতায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে হারতে হল তাদের। ফলে প্লে অফ পর্যায় থেকে টানা দ্বিতীয় বছরেও ছিটকে গেল তারা। ম্যাচে ব্যাট হাতে কোনও রকমের কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি লখনউ সুপার জায়ান্টসের ব্যাটাররা। ফলস্বরুপ আইপিএলের ইতিহাসে এক লজ্জার তালিকায় নাম নথিভুক্ত করল তারা।

আরও পড়ুন: প্লে-অফে ৫ রানে ৫ উইকেট নিয়ে রেকর্ড আকাশের, ভাঙলেন ১৪ বছর আগের কুম্বলের নজিরও

আইপিএলের প্লে অফের ইতিহাসে সর্বনিম্ন রানে আউট হয়ে যাওয়া দলগুলোর তালিকায় নাম উঠে গেল সুপার জায়ান্টসদের! এই লজ্জার নজির গড়া তালিকার শীর্ষে রয়েছে ডেকান চার্জার্স।২০১০ সালে তৃতীয় স্থান নির্নায়ক প্লে অফে মুম্বইয়ে আরসিবির বিরুদ্ধে ডেকান চার্জার্স অল আউট হয়ে গিয়েছিল মাত্র ৮২ রানে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ২০০৮ সালের ডেকান চার্জার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচ। এই ম্যাচে ফের এক বার ডেকান চার্জার্স মাত্র ৮৭ রানে অলআউট হয়ে গিয়েছিল। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চলতি বর্ষের এলিমিনেটরের লখনউ বনাম মুম্বই ম্যাচ। যেখানে সুপার জায়ান্টস মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায়। চতুর্থ স্থানে রয়েছে ২০১০ সালে ডেকান চার্জার্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ। ডেকান এই ম্যাচে মাত্র ১০৪ রান করে আউট হয়ে গিয়েছিল। পঞ্চম স্থানে রয়েছে ২০১৭ সালের কোয়ালিফায়ার-টু'র ম্যাচ। এই ম্যাচে কেকেআরকে ১০৭ রানে আটকে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।

আরও পড়ুন: ভারতীয়দের মধ্যে IPL-এর ৫০ ইনিংসে সবচেয়ে বেশি রান, সচিনের রেকর্ড গুঁড়িয়ে দিলেন রুতুরাজ

এদিন মুম্বই প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ১৮২ রান করে। এদিন তাদের কোনও ব্যাটার অর্ধশতরান করতে পারেননি। সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন ক্যামেরন গ্রিন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ৩৩ রান করেন সূর্যকুমার যাদব। পাশাপাশি ২৬ রান করেছেন তিলক বর্মা। সুপার জায়ান্টসের হয়ে মাত্র ৩৮ রান দিয়ে চার উইকেট নেন আফগানিস্তানের পেসার নবীন-উল-হক। জবাবে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় সুপার জায়ান্টস। মার্কাস স্টোইনিস ৪০ এবং ওপেনার কাইল মেয়ার্স ১৮ রান ছাড়া বলার মতন রান পাননি আর কোনও ব্যাটার। মুম্বইয়ের হয়ে মাত্র পাঁচ রান দিয়ে পাঁচ উইকেট নেন আকাশ মাধওয়াল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন