বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > অক্টোবরেই কলকাতায় খেলতে আসছে চেলসি? জানুন আসল সত্যিটা

অক্টোবরেই কলকাতায় খেলতে আসছে চেলসি? জানুন আসল সত্যিটা

চেলসি ফুটবল ক্লাব (ছবি-রয়টার্স) (REUTERS)

মঙ্গলবারই চেলসির সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব চেলসি। প্রিমিয়র লিগ খেতাব জেতার পাশাপাশি গত মরশুমেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিল ইংল্যান্ডের প্রসিদ্ধ দলটি। এবার তারা ভারতে খেলতে আসছে?

মঙ্গলবার (৩১ মে) চেলসির তরফে তাদের ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করা হয়। যেখানে সময় ও তারিখ দিয়ে চারটি ম্যাচেরও উল্লেখ করা হয়। এই চারটি ম্যাচে ভেন্যু হিসাবে কলকাতা, ভুবনেশ্বর ও জামশেদপুরে নাম লেখা থাকায় অনেকেই প্রথমে মনে করেন হয়তো সম্ভবত এ বছরে পশ্চিম লন্ডনের ক্লাবটি ভারতে খেলতে আসছে। তবে এমনটা ঠিক নয়। কিছুক্ষণ পরেই চেলসি নিজেদের পোস্ট আপডেট করায় এই ব্যাপারটা পরিস্কার হয়।

আরও পড়ুন:- ১৯ বছরের আব্রামোভিচ মালিকানার অবসান, চেলসি বিক্রির সবুজ সংকেত দিল যুক্তরাজ্য সরকার

আরও পড়ুন:- সন্দেহের কোনও অবকাশ নেই, নিজের পছন্দের ব্যালন ডি'অর জয়ীর নাম জানিয়ে দিলেন মেসি

আসলে চেলসি ভারতে খেলতে আসছে না। বরং, এটি ২০২১-২২ মরশুমে তাদের ভার্চুয়াল সফরের এক আপডেট ছিল। ভার্চুয়াল সফরে চেলসি পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় গত বছরের অক্টোবরে এসেছিল। সেই কথাই জানানো হয়। তবে অল্প শব্দের অনুপস্থিতিতে জিনিসের মানেটা বদলে যাওয়াই এই ভুল বোঝাবুঝি। সুতরাং, কলকাতার জনগণের মনে আশা জাগলেও, শেষমেশ হতাশই হতে হচ্ছে তাদের।

 

বন্ধ করুন