বাংলা নিউজ > ময়দান > সৌরভ, ধোনিদের সঙ্গে তুলনা টেনে পন্তকেই রোহিতের উত্তরসূরি বাছলেন পাক প্রাক্তনী

সৌরভ, ধোনিদের সঙ্গে তুলনা টেনে পন্তকেই রোহিতের উত্তরসূরি বাছলেন পাক প্রাক্তনী

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে অধিনায়কত্ব করেন ঋষভ পন্ত। ছবি- আইপিএল।

হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বও কিন্তু লতিফের বেশ মনে ধরেছে।

সদ্য ৩৫-এ পা দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর বয়সের দিকে তাকালে, তিনি যে খুব বেশিদিন ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন না, তা বলাই বাহুল্য। এ বারের একাধিক ভারতীয় তারকারা নিজেদের ফ্রাঞ্চাইজিকে নেতৃত্ব দিচ্ছেন। তাদের মধ্যে থেকেই পরবর্তী ভারতীয় অধিনায়ক বাছাই করে তাঁকে তৈরি করার কাজ করা যেতেই পারে।

আইপিএলে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটানস একেবারে শিখরে রয়েছে। খুব পিছিয়ে নেই লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসও। সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসও বেশ ভালই করছেন। তবে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফকে প্রভাবিত করেছেন ঋষভ পন্ত। পন্তের পক্ষে সওয়াল করে নিজের ইউটিউব চ্যানেলে লতিফ বলেন, ‘লোকেশ রাহুল একটি ভাল বিকল্প। ও এর আগেও আইপিএলে পঞ্জাব দলকে বেশ ভালভাবেই নেতৃত্ব দিয়েছে। তবে আমার মতে ভারতের সীমিত ওভারে ক্রিকেটের ক্ষেত্রে একজন তরুণ বিকল্পের দিকে তাকানো উচিত। নিজের ফিটনেস ধরে রাখতে পারলে, ঋষভ পন্ত কিন্তু একটি বিকল্প হতেই পারেন।’

লতিফের মতে, সৌরভ-ধোনিদের মতো পন্তও গতে বাঁধা ছকের বাইরে ভাবনাচিন্তা করেন। ‘সৌরভ গঙ্গোপাধ্যায়, মহম্মদ আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনিরা চিরাচিরত ধ্যান ধারণার বাইরে গিয়ে চিন্তাভাবনা করতেন। ঋষভ পন্তও অনেকটা ওইরকমই। ও বাকিদের থেকে আলাদা।’ দাবি লতিফের। এছাড়া হার্দিক পান্ডিয়াও তাঁকে বেশ প্রভাবিত করেছেন। পান্ডিয়ার ক্ষেত্রে তাঁর মত, ‘ও যদি নিয়মিত বল করে, তাহলে সীমিত ওভারের ক্রিকেটে কিন্তু হার্দিক পান্ডিয়াও খারাপ বিকল্প নন।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন