বাংলা নিউজ > ময়দান > দুরন্ত জয়,অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে সানিয়া-বোপান্না

দুরন্ত জয়,অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে সানিয়া-বোপান্না

দ্বিতীয় রাউন্ডে সানিয়া মির্জা-রোহন বোপান্না।

শনিবার সানিয়া মির্জা-রোহন বোপান্না জুটি মুখোমুখি হয়েছিল জেইমি ফোরলিস এবং লুক স্যাভিলে জুটির। প্রসঙ্গত এই অজি জুটির এই টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছে। এক ঘন্টা ১৪ মিনিটের লড়াইয়ে এ দিন জেতে সানিয়া-বোপান্না জুটি। খেলার ফল সানিয়াদের পক্ষে ৭-৫,৬-৩।

শুভব্রত মুখার্জি: ক্যারিয়ারের শেষ গ্রান্ড-স্ল্যাম টুর্নামেন্ট খেলতে নেমেছেন ভারতের অন্যতম সেরা টেনিস প্লেয়ার সানিয়া মির্জা। মহিলা ডাবলসে ইতিমধ্যেই তিনি উজবেকিস্তানের পার্টনার অ্যানা ড্যানিলিনাকে সঙ্গী করে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে। এ বার মিক্সড ডাবলসেও রোহন বোপান্নাকে স পৌঁছে গেলেন দ্বিতীয় রাউন্ডে।

আরও পড়ুন: নাদালের পর অস্ট্রেলিয়ান ওপেনে ফের অঘটন, ছিটকে গেলেন দ্বিতীয় বাছাই কাসপার রুড

শনিবার সানিয়া মির্জা-রোহন বোপান্না জুটি মুখোমুখি হয়েছিল জেইমি ফোরলিস এবং লুক স্যাভিলে জুটির। প্রসঙ্গত এই অজি জুটির এই টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছে। এক ঘন্টা ১৪ মিনিটের লড়াইয়ে এ দিন জেতে সানিয়া-বোপান্না জুটি। খেলার ফল সানিয়াদের পক্ষে ৭-৫,৬-৩। মেলবোর্নে শনিবার ৩৬ বছর বয়সি সানিয়া মির্জা এবং ৪২ বছর বয়সি রোহন বোপান্না দুরন্ত ফর্মে ছিলেন। সানিয়ারা পরবর্তী রাউন্ডে মুখোমুখি হবে ষষ্ঠ বাছাই অস্ট্রেলিয়ার এলেন পেরেজ এবং ফিনল্যান্ডের হ্যার্রি হেল্লোভারা জুটি এবং অবাছাই ম্যাটয়ে মিডলকর্প-নিকোল মেলিচার জুটির ম্যাচের বিজয়ীর।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ান ওপেন সানিয়া মির্জার ক্যারিয়ারের শেষ গ্রান্ড স্ল্যাম। এর পর দুবাই মাস্টার্স খেলেই তিনি অবসর নেবেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের শিরোপাও জিতেছিলেন তিনি। ২০০৯ সালে মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে তিনি অজি ওপেনের মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

আরও পড়ুন: আমার বউ মনে করে না ‘আমার সবকিছু বড়’- ভোর চারটের সময় ম্যাচ জিতে রসিকতা মারের

এর আগে ও রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধে গ্রান্ড-স্ল্যামের মিক্সড ডাবলসে খেলেছেন সানিয়া। ২০১১ সালে ফরাসি ওপেন এবং ২০১১, ২০২১ সালে উইম্বলডনে খেলেছেন তিনি। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে একসঙ্গে জুটি বেঁধে খেলেছিলেন তাঁরা। সে বার চতুর্থ স্থানে শেষ করেছিলেন। অন্য দিকে পুরুষ ডাবলসের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেন ভারতীয় জুটি জীবন নেদুনচেজিয়ান এবং শ্রীরাম বালাজি জুটি। পঞ্চম বাছাই এবং ২০২২ সালের ফরাসি ওপেনের ফাইনালে ওঠা জুটি ইভান ডডিচ এবং অস্টিন ক্রাইসেককে হারায় এই ভারতীয় জুটি। খেলার স্কোর ৭-৬(৬), ২-৬, ৬-৪।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন