ওয়ান ডে ক্রিকেটে ব্যক্তিগত ত্রিশতরান! অবিশ্বাস্য হলেও সত্যি। ৫০ ওভারের খেলায় যেখানে গোটা দলের পক্ষে তিনশো রানের গণ্ডি টপকানো কঠিন হয়ে দেখা দেয়, সেখানে ৪০ ওভারের ম্যাচে একজন ব্যাটসম্যানই ট্রিপল সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন। তাও প্রতিবন্ধকতা সঙ্গে নিয়ে।
কার্যত অসম্ভবকে সম্ভব করে দেখালেন অস্ট্রেলিয়ার দৃষ্টিহীন ক্রিকেটার স্টেফান নেরো। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেট ইনক্লুসন সিরিজের ম্যাচে তিনি মাত্র ১৪০ বলে ৩০৯ রান করে অপরাজিত থাকেন। আগ্রাসী ইনিংসে নেরো ৪৯টি চার ও ১টি ছক্কা মারেন।
দৃষ্টিহীনদের ক্রিকেটে এটিই প্রথম ব্যক্তিগত ত্রিশতরানের নজির। স্বাভাবিকভাবেই দৃষ্টিহীনদের ক্রিকেটে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের বিশ্বরেকর্ড।
বাংলা বনাম মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফির সেমিফাইনালের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
এক্ষেত্রে নেরো ভেঙে দেন পাকিস্তানের মাসুদ জানের রেকর্ড। ১৯৯৮ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাক তারকা ২৬৮ রান করে অপরাজিত থাকেন।
টুর্নামেন্টে এটি নেরোর টানা তৃতীয় শতরান। তিনি এর আগের ২টি ম্যাচে যথাক্রমে ৪৬ বলে ১১৩ ও ৪৭ বলে অপরাজিত ১০১ রান করেন।
অস্ট্রেলিয়া এই ম্যাচে ৪০ ওভারে ৫৪১ রান তোলে। ব্লাইন্ড ক্রিকেটে এটি সর্বোচ্চ দলগত ইনিংসের বিশ্বরেকর্ড। পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২৭২ রানে অল-আউট হয়ে যায়। ২৬৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।