২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনে আবারও বড় অঘটন ঘটে গেল। এবার স্কটল্যান্ডের কাছে হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ। সকলকে অবাক করলেও এটাই সত্যি। বড় ব্যবধানে নিকোলাস পুরানদের হারাল স্কটল্যান্ড। ৪২ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারাল স্কটল্যান্ড।
এদিনের ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬০ রান তুলেছিল স্কটল্যান্ড। জবাবে ১৮.৩ ওভারেই ১১৮ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
আরও পড়ুন… এটাই কি কোহলির শেষ T20 WC? বড় আপডেট দিলেন বিরাটের কোচ রাজকুমার শর্মা
টি-২০ বিশ্বকাপ শুরুর দিনেই ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা শিবির। নমিবিয়ার কাছে লজ্জার হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে শ্রীলঙ্কা। লঙ্কা ব্রিগেডকে ৫৫ রানে উড়িয়ে দিয়ে রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দিনই অঘটন ঘটাল ২২ গজে অখ্যাত নামিবিয়া টিম। নিঃসন্দেহে এশিয়া কাপ জয়ীদের কাছে এটা বিশাল বড় ধাক্কা ছিল। এবার চলতি বিশ্বকাপের দ্বিতীয় বড় অঘটন দেখল ক্রিকেট বিশ্ব। ওয়েস্ট ইন্ডিজকে ৪২ রানে হারাল স্কটল্যান্ড টিম।
আরও পড়ুন… ‘বিশ্বকাপ শুরুর আগে বাবরকে বলেছিলাম.’ রোহিতকে আউট করার টোটকা দিয়েছিলেন রমিজ রাজা!
বাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজের মিডিল অর্ডার। মাত্র ৭৯ রানের মধ্যেই সাত উইকেট হারায় তারা। এদিন কাইল মেয়ার্স ১৩ বলে ২০ রানে ইনিংস খেললেও পরের দিকে সেভাবে খেলতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইস ১৩ বলে ১৪ রান করে আউট হন। ব্রেন্ডন কিং ১৫ বলে ১৭ রান করেন। নিকোলাস পুরান ৯ বলে ৫ রান করে আউট হন। ব্রুকস করেন ৯ বলে চার রান। রোভমান পাওয়াল ৬ বলে ৫ রান করে আউট হন। জেসন হোল্ডার ৩৩ বলে ৩৮ রানের লড়াকু ইনিংস খেললেও শেষ পর্যন্ত সফল হননি। আকিল হোসেন ১ বলে রান করে সাজঘরে ফিরে যান। এরপরে আলজারি জোসেফ শূন্য ও ওডিন স্মিথ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২ রান করে অপরাজিত থাকেন ম্যাকওয়ে। পুরো ২০ ওভারও খেলতে পারল না ওয়েস্ট ইন্ডিজ দল। স্কটল্যান্ডের সামনে ১৮.৩ ওভারেই শেষ হয়ে গেল পুরো ওয়েস্ট ইন্ডিজ দল। যা এক কথায় লজ্জার।