বাংলা নিউজ > ময়দান > Vijay Hazare Trophy: আইপিএল চুক্তি থেকে বাদ পড়ার দিনেই হাফ-সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন মায়াঙ্ক আগরওয়াল

Vijay Hazare Trophy: আইপিএল চুক্তি থেকে বাদ পড়ার দিনেই হাফ-সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন মায়াঙ্ক আগরওয়াল

মায়াঙ্ক আগরওয়াল। ছবি- মহারাজা টি-২০।

Karnataka vs Jharkhand Vijay Hazare Trophy: টানা দু'ম্যাচে হাফ-সেঞ্চুরি করার পরে ব্যাট হাতে ব্যর্থ হলেন বিরাট।

গত মরশুমে নিজের আইপিএল দলকে নেতৃত্ব দিতে নেমে সাফল্যের মুখ দেখাতে পারেননি মায়াঙ্ক আগরওয়াল। ব্যাট হাতে নজর কাড়তেও ব্যর্থ হন নিজেও। পঞ্জাব ১৪ ম্যাচের ৭টিতে জিতে লিগ টেবিলের ছয় নম্বরে থাকে। মায়াঙ্ক ১৩ ম্যাচে মাঠে নেমে মাত্র ১৯৬ রান সংগ্রহ করেন।

সাফল্যের আশায় দল যাঁর উপর ভরসা করেছিল, সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হতেই মায়াঙ্ককে স্কোয়াড থেকে ছেঁটে ফেলে পঞ্জাব কিংস। উল্লেখযোগ্য বিষয় হল, যেদিন পঞ্জাবের আইপিএল চুক্তি থেকে বাদ পড়েন মায়াঙ্ক, ঠিক সেদিনই রাজ্যদল কর্ণাটককে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। বিজয় হাজারে ট্রফিতে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেন মায়াঙ্ক।

যদিও কর্ণাটকের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। কেননা ছন্দে থাকা ঝাড়খণ্ডকে অতি সস্তায় গুটিয়ে দেন কাভেরাপ্পা, কৌশিক, মনোজরা। মায়াঙ্ক শুধু দলকে জয়ের মঞ্চে বসিয়ে দেন।

আরও পড়ুন:- Bengal vs Maharashtra: শেষ বলে ছক্কা মেরে বাংলাকে হারালেন যুব বিশ্বকাপজয়ী তারকা

সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে এলিট বি-গ্রুপের ম্যাচে টস জিতে ঝাড়খণ্ড শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। যদিও সেই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল, তা নিয়ে প্রশ্ন ওঠে দিনের শেষে। ৪০.৪ ওভারে ঝাড়খণ্ড মাত্র ১০৭ রানে অল-আউট হয়ে যায়। কুমার কুশাগ্র ব্যাট হাতে একা লড়াই চালান। তিনি ২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৫ বলে ৫৬ রানের লড়াকু ইনিংস খেলেন। বাকিদের মধ্যে দু'অঙ্কের রান শুধু সৌরভ তিওয়ারির ১১।

দুই ওপেনার নাজিম সিদ্দিকি ও উৎকর্ষ সিং খাতা খুলতে পারেননি। ক্যাপ্টেন বিরাট সিং ৬ রান করে আউট হন। তিনি আগের ২টি ম্যাচে হাফ-সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন। শাহবাজ নদিম ৪, কুমার দেওব্রত ৪ ও অনুকূল রায় ৯ রান করেন।

আরও পড়ুন:- Vijay Hazare Trophy: হ্যাটট্রিক-সহ ৫ উইকেট রমনদীপের, '২৪ রানে ১০ উইকেট' হারিয়ে লজ্জার হার বরোদার

বাসুকি কৈশিক ১৮ রানে ৩টি উইকেট নেন। ১৭ রানে ২টি উইকেট নেন কাভেরাপ্পা। ২৫ রানে ২টি উইকেট নিয়েছেন মনোজ। রনিত মোরে ও কৃষ্ণাপ্পা গৌতম ১টি করে উইকেট দখল করেন। উইকেট পাননি শ্রেয়স গোপাল।

জবাবে ব্যাট করতে নেমে কর্ণাটক ২৬.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১০৮ রান তুলে ম্যাচ যায়। ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৫৩ রান করেন ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়াল। মণীশ পান্ডে ১৫ রানের অবদান রাখেন। ঝাড়খণ্ডের হয়ে ২টি উইকেট নেন শাহবাজ নদিম।

বন্ধ করুন