বাংলা নিউজ > ময়দান > খেলতে না পারলে ভালো প্লেয়ারের মানে কী-বাবরের সঙ্গে পুরো পাক টিমকে আক্রমণ শোয়েবের

খেলতে না পারলে ভালো প্লেয়ারের মানে কী-বাবরের সঙ্গে পুরো পাক টিমকে আক্রমণ শোয়েবের

শোয়েব আখতার।

২০২২ সালের এশিয়া কাপের ফাইনালে ওঠার পর, অনেকেই মনে করেছিল চ্যাম্পিয়ন হতে পারে পাকিস্তান। কিন্তু সে রকমটা হয়নি। বরং রবিবার (১১ সেপ্টেম্বর) ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরে যায় পাকিস্তান। আর এর পরেই পুরো পাকিস্তান টিমের উপরই ক্ষোভ উগড়ে দেন শোয়েব আখতার। বিশেষ করে বাবরকে তীব্র আক্রমণ করেন শোয়েব।

২০২২ এশিয়া কাপের ফাইনালে হেরেছে পাকিস্তান দল। শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরে যায় পাকিস্তান। পাকিস্তানের প্রাক্তন তারকা ফাস্টবোলার শোয়েব আখতার এই পরাজয়ে রীতিমতো হতাশ। তিনি পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমসহ উইকেটরক্ষক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান, ফকর জামান ও খুশদিল শাহের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। খারাপ ক্রিকেট খেলার জন্য তিনি পুরো পাকিস্তান দলের উপরেই রীতিমতো বিরক্ত।

ম্যাচের পর শোয়েব আখতার তাঁর ইউটিউব চ্যানেলে নিজের চিন্তাভাবনা শেয়ার করেছেন। তিনি বলেছেন, ‘এই সমন্বয় কাজ করবে না। পাকিস্তানকে সব কিছু দেখতে হবে। ফকর জামান, ইফতিকার আহমেদ এবং খুশদিল শাহকেও নিজেদের নিয়ে ভাবতে হবে। মহম্মদ রিজওয়ানকেও বুঝতে হবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০ বলে ৫০ রান করে কিছুই লাভ হবে না। এটা পাকিস্তানকে সাহায্য করবে না।’

আরও পড়ুন: ক্যাচ মিস, ম্যাচ মিস- পাকিস্তানের হারের সব দায় নিয়ে ক্ষমা চাইলেন শাদাব খান

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে বিখ্যাত ফাস্ট বোলার বাবর আজমকেও টার্গেট করেছেন। তিনি বলেছেন, ‘বাবর আজম রান না করলে কিছুই করতে পারবে না। পুরো টুর্নামেন্টে ও রান করেনি। ক্লাস...ক্লাস...ক্লাস...ক্লাস ছাড় ভাই। ফর্মে থাকলে,তবে এই সব ক্লাস দেখা যায়। কিন্তু ফর্ম না থাকলে কীসের ক্লাস। নিজে আগে বল মারার চেষ্টা করুক বাবর।’

আরও পড়ুন: রিজওয়ান স্লো খেলেছে বললে আমায় ট্রোল করা হয়, তবে আমি সত্যিটা বলব, বিস্ফোরক আক্রম

এ দিকে ফকর জামানকে নিয়ে আখতার আরও বলেছেন, ‘ফকর জামান ইয়ার তোর ফর্ম কোথায় গেল। তুই কোথায় হারিয়ে গেলি। জানি না কী হচ্ছে। ইফতিকার এবং খুশদিলের সঙ্গেও। পাকিস্তানের বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিংয়ের দিক থেকে সামগ্রিকভাবে এটি খুবই খারাপ পারফরম্যান্স। শ্রীলঙ্কা দলকে অনেক অভিনন্দন, যারা ভালো পারফর্ম করেছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে রবিবার (১১ সেপ্টেম্বর) ২০২২ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। এই অবস্থায় ভানুকা রাজাপক্ষের ৪৫ বলে ৭১ রানের ইনিংসের ওপর ভর করে ১৭০ রান করে শ্রীলঙ্কা। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তান দল ১৪৭ রানে গুটিয়ে যায় এবং ম্যাচটি ২৩ রানে হেরে যায় তারা।

বন্ধ করুন