উইমেন্স প্রিমিয়ির লিগের নিলামের পর থেকেই অনুমান করা যাচ্ছিল ছবিটা। এক্ষেত্রে চমকের পথে হাঁটেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে প্রত্যাশিত সিদ্ধান্তের কথা তারা সমর্থদের জানায় চমকপ্রদভাবে।
উইমেন্স প্রিমিয়র লিগে আরসিবিকে কে নেতৃত্ব দেবেন, তা অনুমান করা বিশেষ কঠিন কাজ ছিল না। ব্যাঙ্গালোর ৩ কোটি ৪০ লক্ষ টাকার বিনিময়ে স্মৃতি মন্ধনাকে দলে নেওয়ার পরেই বোঝা গিয়েছিল যে, তিনিই হতে চলেছেন আরসিবির ক্যাপ্টেন। তবে এলিস পেরি, হেথার নাইট, সোফি ডিভাইনের মতো আন্তর্জাতিক তারকারা স্কোয়াডে থাকায় যতক্ষণ না সরকারিভাবে ঘোষণা করা হচ্ছে, আরসিবির ক্যাপ্টেন কে হচ্ছেন সে বিষয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব ছিল না।
অবশেষে শনিবার ফ্র্য়াঞ্চাইজির তরফে ডব্লিউপিএলের জন্য দলের ক্যাপ্টেনের নাম ঘোষণা করা হয়। জানিয়ে দেওয়া হয় যে, উইমেন্স প্রিমিয়র লিগে স্মৃতি মন্ধনাই নেতৃত্ব দেবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরকে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আরসিবির ভিডিয়ো বার্তায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহিলা দলের ক্যাপ্টেনের নাম ঘোষণা করেন বিরাট কোহলি ও ফ্যাফ ডু'প্লেসি। কোহলি বলেন, ‘সময় এসেছে আরও এক ১৮ নম্বরের অত্যন্ত স্পেশাল আরসিবি দলকে উইমেন্স প্রিমিয়র লিগে নেতৃত্ব দেওয়ার। হ্যাঁ, আমরা স্মৃতি মন্ধনার কথা বলছি। এগিয়ে যাও। সেরা দল এবং বিশ্বের সেরা সমর্থকরা তোমার সঙ্গে রয়েছে।’
কোহলির পরে আরসিবির ছেলেদের দলকে নেতৃত্ব দেওয়া ফ্যাফ ডু'প্লেসি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, আমাদের মেয়েদের ক্যাপ্টেনের মধ্যে আরসিবিকে নেতৃত্ব দেওয়ার সমস্ত গুণ রয়েছে। স্মৃতি মন্ধনার জন্য শুভকামনা রইল। তোমাকে ম্যাচে দেখার জন্য মুখিয়ে রয়েছি।’
দায়িত্ব হাতে পেয়ে মন্ধনা বলেন, ‘এমন অসাধারণ সুযোগ দেওয়ার জন্য আরসিবি ম্যানেজমেন্টকে কৃতজ্ঞতা জানাই। কথা দিচ্ছি, উইমেন্স প্রিমিয়র লিগে আরসিবির সাফল্যের জন্য নিজের ১০০ শতাংশ সঁপে দেব।’
উইমেন্স প্রিমিয়র লিগের জন্য আরসিবির স্কোয়াড: স্মৃতি মন্ধনা, রিচা ঘোষ, এলিস পেরি, রেনুকা সিং ঠাকুর, সোফি ডিভাইন, হেথার নাইট, মেগান শুট, কণিকা আহুজা, ডেন ভ্যান নিকার্ক, এরিন বার্নস, প্রীতি বোস, কোমল ঝাঁঝড়, আশা শোভনা, দিশা কসত, ইন্দ্রাণী রায়, পুণম খেমনার, সাহানা পাওয়ার ও শ্রেয়াঙ্কা পাতিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।