Raat Gherao for RG Kar Highlights: নিভেছে আলো। প্রদীপের আলোয় 'অন্ধকার' কাটিয়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের (স্নাতকোত্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী) ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চাইতে রাস্তায় নামল পশ্চিমবঙ্গ। আজ পশ্চিমবঙ্গ একটা পরিবার।