Migrant labourers
সেরা খবর
সেরা ভিডিয়ো
বহু রাজ্যেই বাড়ি ফিরতে না পেরে প্রচণ্ড রকম অস্থির হয়ে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। তাদের বাসে করে ফেরার অনুমতি দিলেও এখনও ট্রেন চালানোর অনুমতি দেয়নি কেন্দ্রীয় সরকার। এবার যদিও তার ব্যতিক্রম ঘটল।
তেলাঙ্গনার অনুরোধে প্রায় ১২০০ পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চলল। শুক্রবার সকালে এই টেন সাংরেড্ডি জেলা থেকে ঝাড়খণ্ডের হাতিয়ার জন্য যাত্রা শুরু করেছে।আগে থেকে কোনও ঘোষণা করা হয়নি, রেলের নির্দেশে রাজ্যের নোডাল অফিসাররা শ্রমিকদের নিয়ে এসেছিলেন স্টেশনে।
জানা গিয়েছে আইআইটি হায়দরাবাদ ক্যাম্পাসে আটকে পড়েছিলেন এই শ্রমিকরা।
বুধবার তাঁদের সংযমের বাঁধ ভাঙে। আইআইটি ক্যাম্পাসে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের। Larsen and Toubro সংস্থার হয়ে কাজ করতে এলেও গত দুই মাস কোনও টাকা পাননি তারা। এই জন্য ঘরে ফিরতে মরিয়া ছিলেন তারা।
শুক্রবার সকালে বিশেষ বাসে করে লিঙ্গমপল্লি স্টেশনে তাদের নিয়ে আসা হয়।এই ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম করলেও ধারাবাহিক ভাবে কবে থেকে ট্রেন পরিষেবা চালু হবে বা অন্য রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের জন্য এরকম বিশেষ ট্রেন দেওয়া হবে কিনা, সেই নিয়ে ধোঁয়াশা আছে।