তীব্র দাবদাহের আবহে নেমে গিয়েছে হুগলি নদীর জলস্তর। এই আবহে জল সংকটের মুখে পড়তে পারে কলকাতা। জানা গিয়েছে, শহরের জল প্রকল্পের যেখান থেকে জল তোলা হয়, সেখানে জোয়ার ছাড়া আর জল তোলা সম্ভব হচ্ছে না। আর তাই শহরবাসীর কাছে জল অপচয় না করার আর্জি জানালেন মেয়র ফিরহাদ হাকিম।