বাংলা নিউজ > বায়োস্কোপ > Abhishek-Amitabh: বড়দের সাথে একমঞ্চে বসলেন না, ভিড়ের হাত থেকে বাবাকে আগলে ‘লক্ষ্মীছেলে’ অভিষেক

Abhishek-Amitabh: বড়দের সাথে একমঞ্চে বসলেন না, ভিড়ের হাত থেকে বাবাকে আগলে ‘লক্ষ্মীছেলে’ অভিষেক

সিনিয়রদের সঙ্গে একমঞ্চে বসলেন না, ভিড়ের হাত থেকে বাবাকে আগলে ‘হিরো’ অভিষেক

Lata Deenanath Mangeshkar Award: প্রধানমন্ত্রী মোদী, আশা ভোঁসলের পর এবার লতা দীনানাথ মঙ্গেশকর সম্মান তুলে দেওয়া হল অমিতাভ বচ্চনের হাতে। ইন্ডাস্ট্রির মহারথীদের সঙ্গে একমঞ্চ ভাগ করলেন না জুনিয়র বচ্চন। 

বুধবার অমিতাভ বচ্চনকে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারে ভূষিত করা হল। বর্ষীয়ান গায়িকা তথা লতা মঙ্গেকশকরের বোন ঊষা এই সম্মান তুলে দেন মেগাস্টারের হাতে। সেই অনুষ্ঠানে বাবার সঙ্গে হাজির ছিলেন অভিষেক বচ্চন। বচ্চন-পুত্রর ব্যবহার এদিন মুগ্ধ করল নেটিজেনদের। আরও পড়ুন-কাঞ্চনকে গাড়ি থেকে নামালেন কল্যাণ, হাসপাতালে ভর্তি ‘কচি বউ’ শ্রীময়ী, হলটা কী?

বলিউডে প্রায় ২৪ বছর কাটিয়ে ফেলেছেন অভিষেক। অমিতাভ বচ্চন-পুত্রের বাইরে নিজের পরিচিতি তৈরি করেছেন, তবুও ইন্ডাস্ট্রির সিনিয়র তারকাদের সম্মান দেওয়ার ক্ষেত্রে জুনিয়র বি-র জুড়ি মেলা ভার! লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারের আসর থেকে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো, যেখানে দেখা গেল মঞ্চে ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয় অভিষেককে। সেটি নিয়ে মঞ্চ থেকে নেমে যাচ্ছিলেন অভিষেক, তখনই এক প্রবীণ সদস্য নিজের আসন ছেড়ে অভিষেক সেখানে বসার অনুরোধ জানান। কিন্তু অমিতাভ, ঊষা মঙ্গেশকর, এআর রহমান, পদ্মিনী কোলহাপুরী-সহ সিনিয়র শিল্পীদের সম্মান জানিয়ে অভিষেক মঞ্চ ছাড়েন। অন্য়ের থেকে লাইমলাইট কেড়ে নিতে চাননি তিনি।

অভিষেকের এই আচরণে ধন্য ধন্য করছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘অমিতাভ-জয়া উচিত শিক্ষা দিয়ে বড় করেছেন অভিষেককে’। অপর একজন লেখেন, ‘টাকা আর খ্যাতি থাকলেই সব হয় না, প্রকৃত শিক্ষা দরকার পড়ে। আর অভিষেকের কাছে তিনটেই আছে’। 

নেটপাড়ায় ছড়িয়ে পড়া অপর এক ভিডিয়ো দেখা গিয়েছে, অনুষ্ঠান শেষে ভিড়ের কীভাবে হাত থেকে অমিতাভকে আগলে রাখছেন অভিষেক। বাবা-ছেলের এই বন্ডিং মন জিতে নিয়েছে সবার।  এদিন অমিতাভ পুরস্কার হাতে জানান, প্রয়াত সুর সম্রাজ্ঞীর স্মৃতিতে এই পুরস্কার পেয়ে তিনি ভাগ্যবান।

২০২২ সালে মাল্টি অর্গ্যান ফেলিউরের কারণে মৃত্যু হয় লতা মঙ্গেশকরের। পাঁচ ভাইবোনের মধ্যে সবচেয়ে বড় লত। মেলোডি কুইনের স্মরণে তাঁর পরিবার এবং ট্রাস্টের তরফে এই পুরস্কার শুরু করা হয়। এটি ছিল তৃতীয়বর্ষ। ২৪ এপ্রিল লতা মঙ্গেশকরের দীননাথ মঙ্গেশকরের স্মরণ দিবসে অমিতাভ বচ্চনকে এই স্বীকৃতি দেওয়া হল। 

তিনি গ্রহণ করে তিনি বলেন, ‘আজ এই পুরস্কার পেয়ে আমি ভাগ্যবান। আমি কখনই নিজেকে এই পুরস্কারের যোগ্য মনে করিনি, কিন্তু হৃদয়নাথজী অনেক চেষ্টা করেছিলেন যাতে আমি এখানে আসতে পারি। গত বছর তিনি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণও জানিয়েছিলেন। হৃদয়নাথজি, আমি শেষবারের মতো আপনার কাছে ক্ষমা চাইছি। আমি তখন আপনাকে বলেছিলাম যে আমি অসুস্থ। আমি সুস্থ ছিলাম কিন্তু এখানে আসতে চাইনি। এই বছর আমার কোনও অজুহাত ছিল না, তাই আমাকে এখানে আসতে হল’। 

অমিতাভের বাবা হরিবংশ রায় বচ্চন, লতা মঙ্গেশকরের কণ্ঠস্বরের ভক্ত ছিলেন। লতার কণ্ঠ তাঁর চোখে ছিল ‘মধুভরা ঝর্ণা’। অমিতাভ এদিন বলেন, 'তার কণ্ঠের মাধুর্য ছিল মধু এবং মধুর প্রবাহ যেমন কখনও ভাঙে না, তেমনি তার 'স্বর' কখনও ভাঙে না। যখনই কেউ সঠিক তারে আঘাত করে, আমাদের আত্মা 'পরমাত্মা'র সাথে মিলিত হয়। আর লতা মঙ্গেশকরজির 'স্বর' আমাদের সঙ্গে ঈশ্বরের যোগ দেয়।'

লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার নামে পরিচিত এই পুরস্কারটি প্রতি বছর এমন একজন ব্যক্তিকে দেওয়া হয় যিনি দেশ, জনগণ এবং সমাজের জন্য যুগান্তকারী অবদান রেখেছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আশা ভোঁসলে এই সম্মান পেয়েছেন। এদিন অমিতাভের পাশাপাশি ভারতীয় সংগীতে অবদানের জন্য মাস্টার দীননাথ মঙ্গেশকর পুরস্কার গ্রহণ করেন এ আর রহমান।

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? HT-তে মুখ খুললেন প্রিয়াঙ্কা CAA-র অধীন নাগরিকত্ব প্রাপ্ত পাকিস্তানি শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর গ্রেফতার বিভব! আপ বলছে 'ভুয়ো মামলা', দল 'U Turn' নিয়েছে-ক্ষোভ স্বাতীর বিজেপির প্রকল্পে ১,১৪০ কোটি টাকার ক্ষতি! নিজের সরকারকেই অভিযুক্ত করলেন মন্ত্রী ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, এই বছরেই সই হবে চুক্তি জুতো ছিঁড়তে নিজেই সেফটিপিন দিয়ে করলেন ঠিক, 'মাটির মানুষ' মমতায় আপ্লুত নেটপাড়া উপহারের নামে প্রতারণা! ইনস্টাগ্রামে ভাই সেজে ২ লক্ষ টাকা ঠকিয়ে নিল ব্যক্তি এখানে আর তৃণমূল-বিজেপির লড়াইয়ের ভোট নয়, দক্ষিণ ২৪ পরগনায় নয়া হিসেব দিলেন অভিষেক প্লেনের দরজা থেকে পড়ে গেলেন ব্যক্তি, টেক অফের আগেই বড় দুর্ঘটনা! ভিডিয়ো ভাইরাল কলকাতায় হচ্ছে ৬০৫ বেডের হাসপাতাল ও মেডিক্যাল কলেজ! ১০০০ কোটির উপরে বরাত লারসেনকে

Latest IPL News

আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.