বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC MP Asit Mal: 'দিদির দূত' আসতেই ঘিরে ধরলেন গ্রামবাসীরা, বীরভূমে তৃণমূল বিধায়কের নামে 'নালিশ' সাংসদের কাছে

TMC MP Asit Mal: 'দিদির দূত' আসতেই ঘিরে ধরলেন গ্রামবাসীরা, বীরভূমে তৃণমূল বিধায়কের নামে 'নালিশ' সাংসদের কাছে

বীরভূমে MLA-র নামে 'নালিশ' MP-র কাছে

স্থানীয়রা অভিযোগ করেন, ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিজিৎ রায় ভোটের সময় শুধুমাত্র ২ দিন এসেছিলেন। তারপর আর তিনি এলাকায় আসেননি। সাংসদকে গ্রামের তৃণমূল কর্মীরা বলেন, দলের স্থানীয় নেতা ও কর্মীদের গুরুত্ব দেন না বিধায়ক।

দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ঘিরে অস্বস্তি কাটছে না তৃণমূল কংগ্রেসের। আজ বীরভূমে এই কর্মসূচিতে যোগ দিতে গিয়ে এলাকাবাসীর একগুচ্ছ অভিযোগের সামনে পড়তে হল তৃণমূল সাংসদ অসিত মালকে। বোলপুরের সাংসদ আজ বীরভূমের ময়ূরেশ্বরে গিয়েছিলেন। সেখানে স্থানীরা তাঁর কাছে অভিযোগ করেন, 'বিধায়ক এলাকায় আসেন না। কেন্দ্রের জন্য কোনও কাজও করেন না।' জানা গিয়েছে, বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের ষাটপলসা গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুরে গিয়েছিলেন অসিত মাল। সেখানে দলীয় কর্মী ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলার সময় তাঁর কাছে বিধায়ককে নিয়ে অভিযোগ করা হয়। (আরও পড়ুন: কুণাল-দেবাংশু-শতাব্দী, ক্ষোভের মুখে পড়া দিদির দূতদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে)

স্থানীয়রা অভিযোগ করেন, ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিজিৎ রায় ভোটের সময় শুধুমাত্র ২ দিন এসেছিলেন। তারপর আর তিনি এলাকায় আসেননি। সাংসদকে গ্রামের তৃণমূল কর্মীরা বলেন, দলের স্থানীয় নেতা ও কর্মীদের গুরুত্ব দেন না বিধায়ক। নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে নবকুমার দাস বলেন, '২০ বছর ধরে দল করছি। সিপিএম ছেড়ে দলে এসেছিলাম। কোনও জিনিস পাই না। একটা কথা বলে না, একটু সম্মান দেয় না। বিধায়কের জন্য গ্রামে গ্রামে মিটিং করেছি। ৫২টা গ্রামে গিয়েছি। বিষয়টি নিয়ে বিধায়কের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন সাংসদ। 

সাংসদ বলেন, 'আমি তো সব শুনলাম। আমি গিয়ে অভিজিতের সঙ্গে কথা বলব।' এদিকে আজকের কর্মসূচিতেও বিধায়ক অভিজিৎ রায় অনুপস্থিত ছিলেন। তা নিয়ে সাংসদ অসিত মাল বলেন, 'বিধায়কের আসার কথা ছিল। কেন আসেননি জানি না। ওঁর বাবা অসুস্থ। খোঁজ নিয়ে দেখব।' যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায়। তিনি বলেন, 'আমি নিয়মিত ব্লকে ব্লকে হাজির থাকি। যে কোনও কর্মসূচিতে উপস্থিত থাকি।'

আরও পড়ুন: মন্ত্রীর সামনেই অভিযোগকারীকে চড় তৃণমূল নেতার, দিদির কবচ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার দত্তপুকুরে

এদিকে এদিন বাসুদেবপুর প্রাথমিক হাসপাতালে যান সাংসদ অসিত মাল। সেখানে স্থানীয়রা অভিযোগ করেন, 'হাসপাতালে কোনও পরিষেবা পাওয়া যায় না। ছোটখাটো অসুখ হলেও সিউড়ি এবং রামপুরহাট হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।' সেখানে সব অভিযোগকারীদের কথা মন দিয়ে শোনেন সাংসদ। বাসুদেবপুর প্রাথমিক হাসপাতালের 'রেফার' রোগ নিরাময়ের জন্য পদক্ষেপের আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, দিদির সুরক্ষা কবচ নিয়ে দূত হিসাবে জেলায় জেলায় মানুষের দুয়ারে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল নেতারা। সাংসদ শতাব্দী রায়, অর্জুন সিং থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সাধারণ সম্পাদক কুণাল ঘোষ থেকে যুব নেতা দেবাংশু ভট্টাচার্য কেউ বাদ যাচ্ছেন না। পঞ্চায়েত ভোটের আগে বারবার এই পরিস্থিতি তৈরি হওয়ায় অস্বস্তিতে ঘাসফুল শিবির। এদিকে বীরভূমে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে তৃণমূল নেতাদের প্রতি আম জনতার ক্ষোভে কপালে চিন্তার ভাঁজ ঘাসফুল শিবিরে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

মিমিকে জোর করে পনির পকোড়া খাওয়াচ্ছেন অনিন্দ্য, ব্যাপার কী? গুলিবিদ্ধ বাবা সিদ্দিকি, দেখার পর থেকে ঘুমতে পারছেন না, সমস্ত মিটিং বাতিল সলমনের দশমীতে জেলায় জেলায় পেট্রল ডিজেলের দাম কত? আরও কি সস্তা হবে? মোবাইল অ্য়াপে চটজলদি ঘরে বসেই মিলছে সমস্ত পণ্য, মাশুল গুনছে শহুরে মুদির দোকান হকি ইন্ডিয়া লিগের নিলামে রেকর্ড হরমনের! দাম ৭৮ লাখ টাকা, অভিষেক এলেন কলকাতায় নিজেদের দলে পরিবর্তন করতে অজিদের অনুমতি নিতে হল ভারতকে! বিশ্বকাপে কেমন হল এরকম? 'আমরা তো….'দ্রোহের কার্নিভাল বন্ধে মুখ্যসচিবের চিঠি, তীব্র অসন্তোষ চিকিৎসক মহলে কুস্তি, হাতি, ঘোড়া, তলোয়ার - বিজয়া দশমীতে রাজ আমলের ঝলক মাইসোর প্রাসাদে থানা থেকে ফেরার পথে হাওড়ায় দুর্গা মণ্ডপে ভাঙচুর, প্রতিমায় আগুন, দাবি শুভেন্দুর এবার কিঞ্জল নন্দকে বাম সমর্থকের আক্রমণ, 'আমোদ' পেয়ে কী লিখলেন কুণাল ঘোষ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.