বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > HS 2023 Mathematics Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের অঙ্ক প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

HS 2023 Mathematics Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের অঙ্ক প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

২০২৩ সালের উচ্চমাধ্যমিকের আজ অঙ্ক পরীক্ষা (Sudipta Banerjee)

HS 2023 Mathematics Exam Review: উচ্চমাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল সোমবার। এবার উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগের চতুর্থ পরীক্ষা ছিল এটি। কেমন হল অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র? সে কথাই জানালেন বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষকরা।

২০২৩ সালের উচ্চমাধ্যমিকের আজ অঙ্ক পরীক্ষা। এবারের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র আগের বছরের তুলনায় সহজ হল না কঠিন? হিন্দুস্তান টাইমস বাংলাকে এই নিয়ে মূল্যবান মতামত দিলেন অঙ্কের বিশেষজ্ঞ শিক্ষকরা। পাশাপাশি পড়ুয়াদের পরীক্ষা কেমন হল? সে কথাও শুনল হিন্দুস্তান টাইমস বাংলা।

শিক্ষকদের রিভিউ

কলকাতা পাঠভবন স্কুলের অঙ্কের শিক্ষক সুমিত ভট্টাচার্য বলেন, ‘সংসদ প্রতিবছরের মতো এই বছরের প্রশ্ন বেশ সহজ করেছে। এককথায় বলতে গেলে, খুবই সহজ। যেসব পড়ুয়ারা নিয়মিত অঙ্ক চর্চা করেন, তাঁদের পক্ষে এবারে ৮০ তে ৮০ পাওয়া খুবই সহজ। আমি যদি শেষ পাঁচ ছয় বছরের প্রশ্নকে মিলিয়ে এই বছরের প্রশ্ন বিচার করি, তাহলে এটা বলতে পারি, এই বছর পড়ুয়াদের সমস্যায় ফেলে দিতে পারে, এমন কোনও প্রশ্নই আসেনি। আমরা ক্লাসে যে অঙ্কগুলি করিয়ে থাকি, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে বলে জানিয়ে দেওয়া হয়— তেমন প্রশ্নই বেছে নিয়েছে সংসদ। তাই একেবারে সোজাসাপ্টা প্রশ্ন। তবে আর একটি কথা, অঙ্ক সিলেবাসের সব অধ্যায় সম্পর্কে পরীক্ষার্থীর স্পষ্ট ধারণা আছে কি না, সেটাই বুঝে নেওয়ার মতোই প্রশ্ন করেছে সংসদ।’

নঙ্গী হাইস্কুলের অঙ্কের শিক্ষক শেখ রিয়াসত আলি বলেন, ‘প্রশ্ন খুব সুন্দর হয়েছে। যেমন প্রত্যাশা করা হয়েছিল, তেমন এসেছে। একটাই শুধু গুগলি এসেছে। সেটা ৪.বি.৪-এর দাগের প্রশ্নটা। বাকি প্রশ্ন ভালো এসেছে।’

(কঠিন এসেছে উচ্চমাধ্যমিকের অঙ্কের ১ প্রশ্ন, কীভাবে করতে হবে? কষে দেখালেন শিক্ষক)

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

আরও পড়ুন: কেমন হল উচ্চমাধ্যমিকের জীববিজ্ঞান প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা

কেমন হল পরীক্ষা- পড়ুয়াদের রিভিউ

হিন্দু স্কুলের পরীক্ষার্থী সৌম্যাজিৎ কুন্ডু বলেন, ‘অঙ্কটা ভাবছিলাম যে মনমতো হবে না। তবে বাড়ি থেকে যা যা করে গিয়েছিলাম, তাই এসেছে। কিছু প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলেও পেরেছি। দুটো এমসিকিউ আর সম্ভাবনার একটা অঙ্ক নিয়ে একটু ধন্দে আছি ঠিক হয়েছে কি না।’

কলকাতা পাঠভবন স্কুলের পডুয়া শ্রীকান্ত গোস্বামী জানান, ‘অঙ্ক বিষয়টি ভীষণ আপেক্ষিক । কোনও রকম সাজেশন হয় না। সব অঙ্কই গুরুত্বপূর্ণ। আজ প্রশ্নের মান অত্যন্ত ভালো ছিল। একেবারে জলের মতো প্রশ্ন নয়, যাকে স্ট্যান্ডার্ড প্রশ্ন বলে সেরকম। বেশ কিছু প্রশ্ন আগের বছরের থেকে কমন পাওয়া গিয়েছে। ম্যাট্রিক্স ডিটারমেন্ট থেকে একটু জটিল প্রশ্ন হলেও ভেক্টর ও সম্ভাবনা থেকে বেশ ভালো প্রশ্ন ছিল। তবে বেশ কিছু ক্ষেত্রে প্রশ্নের প্যাটার্ন মেলেনি যা একটু বিভ্রান্তিকর লেগেছে। মোটের ওপর ভালো পেপার, খুব দীর্ঘ নয়। আমার মোটামুটি ভালো হয়েছে।’

বিরাটি হাই স্কুলের এক পরীক্ষার্থী দেবাদিত্য করের কথায়, ‘প্রশ্ন বেশ ভালো মানের হয়েছে। সব অঙ্ক করেছি। বড় প্রশ্ন একটু ঘুরিয়ে দেওয়া ছিল। তবে ছোট প্রশ্ন বেশ সহজ ছিল। পরীক্ষা বেশ ভালো হয়েছে।’

আর এক পরীক্ষার্থী দ্বীপায়ন পালের কথায়, ‘পুরো ১০০ নম্বরেরই উত্তর লিখেছি। আমার পরীক্ষা অনেক তাড়াতাড়ি শেষ হয়েছে। যারা অঙ্ক নিয়ে একটু ভালো করে চর্চা করেছে, তাদের সহজ লাগবার কথা।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন