উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের গুণরাজপুরে মাঠের মধ্যে তরুণীর হাত – পা বাঁধা অর্ধদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় নিসার আলি মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত স্বরূপনগরেরই বিথারীর নন্দীবাড়ি গ্রামের বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত তরুণী বাংলাদেশি। অবৈধ উপায়ে সীমান্ত পার করে মুম্বইয়ের একটি বিউটি পার্লারে কাজ করত সে। সেখান থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরছিল তরুণী। তাঁর কাছে ছিল প্রচুর নগদ। সেই নগদ হাতাতেই তরুণীকে খুন করেছে নিসার আলি।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি সীমান্ত পারাপারের দালাল। গত ২৫ সেপ্টেম্বর রাতে তরুণীকে সীমান্ত পার করাতে নিয়ে যায় সে। তখনই জানতে পারে তরুণীর কাছে অনেক টাকা রয়েছে। সেই টাকা হাতাতে প্রথমে তরুণীকে হাত পা বেঁধে গলার নলি কেটে খুন করে সে। তার পর পরিচয় গোপন করতে তাঁর মুখে কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ সূত্রে খবর, নিহত তরুণী বাংলাদেশের ঢাকা লাগোয়া শ্যামপুরে। কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের মাধ্যমে তরুণীর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করছেন তদন্তকারীরা। খুনের আগে তরুণীকে যৌন হেনস্থা করা হয়েছিল কি না তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
গত ২৬ সেপ্টেম্বর সকালে স্বরূপনগরের গুণরাজপুরে কাঁকরোল খেতের মধ্যে এক তরুণীর গলার নলি কাটা হাত পা বাঁধা দেহ দেখতে পাওয়া যায়। তরুণীর মুখের একাংশ ছিল পোড়া। খবর পেয়ে দেহ উদ্ধার করে পুলিশ। দেহের পাশ থেকে উদ্ধার হয় ২টি ব্যাগ ও নানা প্রসাধনী সামগ্রী। এই ঘটনার তদন্তে বিশেষ দল গঠন করেছিলেন বসিরহাটের পুলিশ সুপার জেবি থমাস।