সাংবাদিককে অপহরণ করে খুনের ঘটনায় এক জঙ্গির মৃত্যুদণ্ড কমিয়ে সাত বছরের সাজার রায় দিল পাকিস্তানের কোর্ট। বাকি তিন দণ্ডিতকে মুক্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ধোনির এক ছক্কায় বিশ্বকাপ জেতেনি ভারত, মনে করিয়ে দিলেন গম্ভীর
২০০২ সালে করাচিতে ওয়াল স্ট্রিট জার্নালের সংবাদদাতা ড্যানিয়েল পার্লকে খুনে ঘটনায় নাম জড়ায় আহমেদ ওমর সঈদ শেখ-সহ আরও তিনজনের। চারজনকেই দোষী সাব্যস্ত করেছিল সন্ত্রাস-বিরোধী আদালত। ওমরের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছিল। বাকি তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালত।
আরও পড়ুন : Covid-19-কেরালা থেকে পঞ্জাব, করোনার চার কেন্দ্রস্থল
সেই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যায় চারজন। নিম্ন আদালতের রায় বৃহস্পতিবার খারিজ করে দেয় সিন্ধ হাইকোর্ট। তিনজনকে মুক্তি দেওয়া হয়। শুধুমাত্র অপহরণের জন্য ওমরের সাত বছরের সাজা ঘোষণা করেছে হাইকোর্ট।
আরও পড়ুন : Coronavirus Update: বারো ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু বাড়ল ৯, আক্রান্ত বেড়ে ১,৯৬৫
প্রসঙ্গত, ১৯৯৯ সালের ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি-৮১৪ বিমান ছিনতাই করেছিল পাকিস্তানি জঙ্গিরা। সেই ঘটনায় যাত্রীদের বিনিময়ে পাক বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ওমর ও জইশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহার-সহ তিন জঙ্গিকে মুক্তি দিয়েছিল ভারত।
আরও পড়ুন : Covid-19: ইন্দোরে স্বাস্থ্যকর্মীদের ওপর পাথর ছুঁড়ল স্থানীয়রা, আহত দুই মহিলা চিকিত্সক