
Railway Recruitment 2020: রেলে চলছে নিয়োগ, সপ্তম পে কমিশনের সুপারিশে বেতন, দেখে নিন আবেদনের প্রক্রিয়া
১ মিনিটে পড়ুন . Updated: 16 Apr 2020, 07:52 PM IST- রেলে চলছে নিয়োগ প্রক্রিয়া। দ্রুত আবেদন করুন। দেখে নিন বিস্তারিত তথ্য।
আবেদনের শেষ তারিখ ছিল গত ২৬ মার্চ। এখন তা বাড়িয়ে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত করল কঙ্কন রেলওয়ে।
আরও পড়ুন : Lockdown 2.0: যে তেরো কাজ করতে পারবেন না তেসরা মে পর্যন্ত..
নয়াদিল্লিতে কঙ্কন রেলওয়ের জেনারেল ডিপার্টেমেন্টে অফিস অ্যাসিসট্যান্ট বা প্রোটোকল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বেতনক্রম হচ্ছে ১৯,০০০ থেকে ৬৩,২০০ টাকা। আবেদন প্রার্থীদের বয়স সর্বনিম্ন ৩৫ হতে হবে। ৪০ বছরের বেশি প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
আরও পড়ুন : সিভিল, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং-সহ একাধিক পরীক্ষার দিন পিছোল UPSC
শিক্ষাগত যোগ্যতা : যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। তিন মাসের কম্পিউটার কোর্স কাম্য ও স্নাতকোত্তর প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।
আরও পড়ুন : Fact Check: হেলিকপ্টার থেকে কি টাকা ফেলবে কেন্দ্র?
অভিজ্ঞতা : ১) সরকারি বা রাষ্ট্রায়ত্ত বিভাগে Protocol/Liaison ডিউটিতে পাঁচ বছরের অভিজ্ঞতা। ২) কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইন্টারনেট, MS Office-এর জ্ঞান। ৩) বিমান ও রেলের টিকিট বুকিংয়ের জ্ঞান।
আরও পড়ুন : Lockdown 2.0 Update: লকডাউনে টিকিট বুকিং ও যাত্রা, তবেই বিমান বাতিলে মিলবে পুরো টাকা
আবেদনের প্রক্রিয়া : নিয়োগের বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ফর্ম্যাটে অফলাইন আবেদন করতে হবে। আবেদন ফর্মের হার্ড কপির সঙ্গে দুটি সেলফ অ্যাটেস্টেটড পাসপোর্ট সাইজের ছবি ও আবেদন ফি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। সঙ্গে প্রয়োজনীয় নথি দিতে হবে।
আরও পড়ুন : অটিজম আক্রান্ত মুম্বইয়ের শিশুর জন্য রাজস্থান থেকে উটের দুধ এনে দিল রেল
আবেদন পাঠানোর ঠিকানা : Deputy Chief Personnel Officer/Recruitment, Konkan Railway Corporation Ltd, Belapur Bhavan, Sec-11, CBD/Belapur, Navi Mumbai - 400614।
আরও পড়ুন : Covid-19 Updates: ভারতের সুরক্ষা টেস্টে ব্যর্থ চিনের ৫০,০০০ হাজার PPE কিট
আবেদন ফি : নভি মুম্বইয়ে FA&CAO/KRCL-এর নামে ৫০০ টাকা ব্যাঙ্ক ড্রাফট পাঠাতে হবে। SC/ST প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।