সিনিয়র পর্যায় হোক বা জুনিয়র - ক্রিকেটে বাংলাদেশের দুর্দশা কাটছেই না। এবার ভারতের কাছে হেরে গেল বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। তাও ভারতের ‘এ’ দলের বিরুদ্ধে নেমেছিল বাংলাদেশ। সোমবার বিজয়ওয়াড়ায় প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩১৭ রান তোলে ভারতের 'এ' দল। জবাবে মাত্র ২২৫ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। চার নম্বরে নেমে ৫৩ বলে ৭০ রান এবং বল হাতে ৩১ রানে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন মুশির খান। যিনি মুম্বইয়ের হয়ে কয়েকটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। আর মুম্বইয়ের তারকা ক্রিকেটার সরফরাজ খানের ভাই হলেন মুশির।
যে টুর্নামেন্টে মুশিররা খেলছেন, সেটাকে মূলত আগামী বছরের শুরুতেই হতে চলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। ওই টুর্নামেন্টে মোট চারটি দল খেলছে - অনূর্ধ্ব-১৯ ভারতীয় ‘এ’ দল, অনূর্ধ্ব-১৯ ভারতীয় ‘বি’ দল, বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল এবং ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ পর্যায়ে মোট ১২টি ম্যাচ হবে। যে দুটি দল শীর্ষে থাকবে, তারা ফাইনালে খেলবে। আর পয়েন্ট তালিকার নীচে থাকা দল দুটি তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী ম্যাচ খেলবে।
আর সেই টুর্নামেন্টেই সোমবার মুখোমুখি হয় অনূর্ধ্ব-১৯ ভারতীয় ‘এ’ দল এবং বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। সেই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। শুরুটা বেশ ভালো হয়। ১৪.১ ওভারে ৬৯ রানে প্রথম উইকেট হারায় ভারত। দ্বিতীয় উইকেটে উদয় সাহারান এবং আদর্শ সিংয়ের জুটিতে আরও ৭১ রান যুক্ত হয়।
কিন্তু তারপরই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। তিন বলের ব্যবধানে দুই উইকেটে পড়ে যায়। ২৭ রানে আউট হয়ে যান উদয়। ৭৭ বলে ৯২ রানে রান-আউট হয়ে যান আদর্শ। তারপর ভারতের ইনিংসের হাল ধরেন মুশির এবং দিগ্বিজয় পাটিল। ৫৩ বলে ৭০ রান করেন মুশির। সাতে নেমে ৩৬ বলে অপরাজিত ৬৫ রান করেন প্রিয়াংশু মোলিয়া। তার ফলে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩১৭ রান তোলে টিম ইন্ডিয়া।
সেই রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ওভারেই বাংলাদেশকে ধাক্কা দেন নমন তিওয়ারি। তারপর থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি বাংলাদেশের ছোটরা। যখনই কোনও বড় জুটি গড়ে তোলার চেষ্টা করেছেন, তখনই উইকেট তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত ৪৭.২ ওভারে ২২৫ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ। তিনজন অর্ধশতরান করলেও বাংলাদেশকে ৯২ রানে ধ্বংস হয়ে যাওয়া থেকে বাঁচাতে পারেননি। তার ফলে গ্রুপ তালিকার একেবারে নীচে থাকল বাংলাদেশ।