মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তদের জন্য সুখবর! সূর্যকুমার যাদবকে ফিট ঘোষণা করা হয়েছে। চলতি আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচে মাঠে নামতে পারেন সূর্যকুমার যাদব। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স, সেই ম্যাচেই নাকি সূর্যকুমার যাদবকে খেলতে দেখা যেতে পারে।
বিসিসিআই এবং এনসিএ-র ফিজিওরা কোনও ঝুঁকি নিতে চাননি এবং তাই সূর্যকুমারকে খেলার অনুমতি দেওয়ার জন্য যথেষ্ট সময় নিয়েছেন। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘সে এখন ফিট। এনসিএ তাকে কিছু অনুশীলন করতে বাধ্য করেছিল এবং তাকে এখন ভালো মনে হচ্ছে। তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দিতে পারেন। আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যে সূর্য যখন MI-এ ফিরে যাবে, তখন সে যেন ১০০ শতাংশ ফিট থাকে।’
আইপিএল ২০২৪-এ টানা তিনটি পরাজয়ের পর মুম্বই ইন্ডিয়ান্স দল বেশ সমস্যায় পড়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে যে কোনও মূল্যে আগামী ম্যাচগুলো জিততেই হবে। যদি তা না হয় তাহলে দলের প্লে অফে ওঠার সব পথ খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এদিকে মুম্বই ইন্ডিয়ান্সের ভক্তদের জন্য সুখবর এসেছে। দলের তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব পুরোপুরি ফিট হয়ে উঠেছেন এবং শীঘ্রই দলের হয়ে খেলতে দেখা যাবে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বুধবার সূর্যকুমার যাদবকে ফিট ঘোষণা করেছে। তিন মাসেরও বেশি সময় ক্রিকেট থেকে দূরে ছিলেন এই তারকা ব্যাটসম্যান। বিসিসিআই এবং এনসিএ ফিজিওরা সূর্যকুমারের চোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি এবং যাদবকে ফিট ঘোষণা করার আগে তাকে পর্যবেক্ষণে রেখেছিলেন।
আরও পড়ুন… আমরা ৩-২ জিততেই পারতাম- ভারতের কাছে হার নিয়ে এখনও বিলাপ করে চলেছেন ইংল্যান্ড তারকা
গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালিতে গ্রেড-২ ইনজুরিতে পড়েন সূর্যকুমার যাদব। ভারতীয় ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের স্পোর্টস হার্নিয়া অস্ত্রোপচার করা হয়েছে। সূর্যকুমার যাদবের ফেরা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য স্বস্তির খবর। কারণ মুম্বই ইন্ডিয়ান্স টিম ২০২৪ সালের আইপিএলে টানা তিনটি ম্যাচ হেরেছে এবং দলটি তারকা ব্যাটিংকে অনেকটাই মিস করছে।
বিসিসিআইয়ের একটি সূত্র নিশ্চিত করেছে যে সূর্যকুমারকে তিনটি ফিটনেস পরীক্ষা করতে হয়েছে। বলা হয়েছে সূর্যকুমার যাদব এখন ফিট। এনসিএ তাকে কিছু প্র্যাকটিস ম্যাচ খেলতে বাধ্য করেছে এবং তাকে ভালো লাগছিল। তিনি মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দিতে পারেন। আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যে সূর্য যখন MI-এ ফিরে যাবে, তখন সে ১০০ শতাংশ ফিট। সূর্যকুমার যাদব গেমটি খেলতে প্রস্তুত হবে। আইপিএলের আগে ফিটনেস টেস্টে সে ১০০ শতাংশ অনুভব করছিল না। তাই আমরা ব্যাটিং করার সময় কোনও ব্যথা আছে কিনা তা দেখার জন্য অপেক্ষা করেছিলাম।