HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > WB BJP Candidates for Lok Sabha Election: চমক, প্রত্যাশা পূরণ, জয়ীদের পিচ পরিবর্তন- এবার ১৯ আসনে কাকে কোথায় টিকিট BJP-র?

WB BJP Candidates for Lok Sabha Election: চমক, প্রত্যাশা পূরণ, জয়ীদের পিচ পরিবর্তন- এবার ১৯ আসনে কাকে কোথায় টিকিট BJP-র?

পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসনের সংখ্যা হল ৪২। প্রথম দফায় ১৯টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর আজ দ্বিতীয় দফায় আরও ১৯টি আসনের জন্য প্রার্থীতালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। যে তালিকায় একাধিক হেভিওয়েট প্রার্থীর নাম আছে।

চমক, প্রত্যাশা পূরণ, জয়ীদের পিচ পরিবর্তন- লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

একদিকে প্রত্যাশা মতোই কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হল, আবার অন্যদিকে ভোটের বাজিমাত করতে চমক দেওয়া হল, কোনও কোনও ক্ষেত্রে আবার বিদায়ী সাংসদদের আসন পালটে ফেলা হল- পশ্চিমবঙ্গে বিজেপির দ্বিতীয় প্রার্থীতালিকার সারমর্ম হল সেটাই। দীর্ঘ টালবাহানার পরে রবিবার রাতে বিজেপির তরফে যে প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছে, তাতে তমলুক থেকে টিকিট দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। ব্যারাকপুর থেকে লড়বেন অর্জুন সিং। কলকাতা উত্তরে টিকিট পেয়েছেন তাপস রায়। আবার চমক হিসেবে বসিরহাট আসনে প্রার্থী করা হয়েছে সন্দেশখালির গৃহবধূ রেখা পাত্রকে। যিনি শিবু হাজরাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অন্যদিকে, দিলীপ ঘোষকে তাঁর জেতা আসন মেদিনীপুর থেকে সরিয়ে সটান বর্ধমান-দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। রায়গঞ্জ থেকে কলকাতা দক্ষিণে ঠেলে দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে। 

সবমিলিয়ে রবিবার ১৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তার ফলে এখনও পর্যন্ত ৪২টি লোকসভা আসন-বিশিষ্ট পশ্চিমবঙ্গে গেরুয়া শিবির ৩৮টি আসনে প্রার্থী দিল। যে চারটি আসনে এখনও প্রার্থী দেয়নি, সেটার মধ্যে আছে হেভিওয়েট ডায়মন্ড হারবার কেন্দ্র। যেখান থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাছাড়া আসানসোল, ঝাড়গ্রাম এবং বীরভূমেরও প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: BJP 5th Candidate List: কঙ্গনাকে টিকিট দিল BJP, ছাঁটাই বরুণ গান্ধী, ঘোষণা করা হল পঞ্চম প্রার্থীতালিকা

দ্বিতীয় দফায় বিজেপির প্রার্থীতালিকা

১) জলপাইগুড়ি: জয়ন্ত রায়।

২) দার্জিলিং: রাজু বিস্ত।

৩) রায়গঞ্জ: কার্তিক পাল। 

৪) জঙ্গিপুর: ধনঞ্জয় ঘোষ।

৫) কৃষ্ণনগর: অমৃতা রায়

৬) ব্যারাকপুর: অর্জুন সিং।

৭) দমদম: শীলভদ্র দত্ত।

৮) বারাসত: স্বপন মজুমদার। 

৯) বসিরহাট: রেখা পাত্র। 

১০) মথুরাপুর: অশোক পুরকাইত। 

১১) কলকাতা দক্ষিণ: দেবশ্রী চৌধুরী।

১২) কলকাতা উত্তর: তাপস রায়।

১৩) উলুবেড়িয়া: অরুণ উদয় পাল চৌধুরী। 

১৪) শ্রীরামপুর: কবীরশংকর বসু।

১৫) আরামবাগ: অরূপকান্তি দিগর।

১৬) তমলুক: অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

১৭) মেদিনীপুর: অগ্নিমিত্রা পল। 

১৮) বর্ধমান পূর্ব: অসীমকুমার সরকার।

১৯) বর্ধমান-দুর্গাপুর: দিলীপ ঘোষ।

আরও পড়ুন: AAP demands JP Nadda's arrest: ‘BJP-কে ৫৯.৫ কোটি টাকা দেন দুর্নীতি মামলায় ধৃত, নড্ডাকে ধরুন’, চ্যালেঞ্জ মোদীকে

প্রথম দফায় বিজেপির প্রার্থীতালিকা

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই গত ২ মার্চ প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করেছিল বিজেপি। সেই তালিকায় পশ্চিমবঙ্গের ২০টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয়েছিল। তবে নারীবিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী অভিযোগ ওঠার পরে আসানসোল কেন্দ্র থেকে নাম প্রত্যাহার করে নেন পবন সিং। তারপর দ্বিতীয় তালিকা প্রকাশ করতে তিন সপ্তাহের বেশি লাগল বিজেপির। প্রথম দফায় কোন কোন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি, সেটার তালিকা দেখে নিন।

১) কোচবিহার: নিশীথ প্রামাণিক।

২) আলিপুরদুয়ার: মনোজ টিগ্গা।

৩) বালুরঘাট: সুকান্ত মজুমদার।

৪) মালদা উত্তর: খগেন মুর্মু।

৫) মালদা দক্ষিণ: শ্রীরূপা মিত্র চৌধুরী।

৬) মুর্শিদাবাদ: গৌরীশংকর ঘোষ।

৭) বহরমপুর: নির্মলকুমার সাহা।

৮) রানাঘাট: জগন্নাথ সরকার।

৯) বনগাঁ: শান্তনু ঠাকুর।

১০) জয়নগর: অশোক কাণ্ডারী।

১১) যাদবপুর: অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

১২) হাওড়া: রথীন চক্রবর্তী।

১৩) হুগলি: লকেট চট্টোপাধ্যায়।

১৪) কাঁথি: সৌমেন্দু অধিকারী।

১৫) ঘাটাল: হিরণ চট্টোপাধ্যায়।

১৬) পুরুলিয়া: জ্যোতির্ময় সিং মাহতো।

১৭) বাঁকুড়া: সুভাষ সরকার।

১৮) বিষ্ণুপুর: সৌমিত্র খাঁ।

১৯) বোলপুর: প্রিয়া সাহা।

আরও পড়ুন: Rain Forecast in WB on 25th March: আজ বৃষ্টি বাংলার ৮ জেলায়, দোলে ভাসবে ১২টি, ঝড় উঠবেও অনেক জায়গায়, কোথায় কোথায়?

পশ্চিমবঙ্গে কবে এবং কোথায় ভোটগ্রহণ হবে?

১) প্রথম দফার ভোট (১৯ এপ্রিল): কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি।

২) দ্বিতীয় দফার ভোট (২৬ এপ্রিল): দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট।

৩) তৃতীয় দফার ভোট (৭ মে): মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ।

৪) চতুর্থ দফার ভোট (১৩ মে): বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম।

৫) পঞ্চম দফার ভোট (২০ মে): বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগা।

৬) ষষ্ঠ দফার ভোট (২৫ মে): তমলুক, কাঁথি, ঘাটল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর।

৭) সপ্তম দফার ভোট (১ জুন): দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর।

ভোটযুদ্ধ খবর

Latest News

টিম ইন্ডিয়ার হেড কোচ চেয়ে বিজ্ঞাপন দিল BCCI, আবেদন করতে কোন কোন যোগ্যতা লাগবে? কাঁচা বাদাম অতীত, ভোটের মরশুমে নতুন গান বাঁধলেন ভুবন বাদ্যকর ছিটকে গেল গুজরাট, প্লে-অফের তিনটি জায়গার জন্য লড়াইয়ে টিকে ৬টি দল- পয়েন্ট তালিকা চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশ থেকে ভারতে এনে কিডনি পাচার! পুলিশি জালে ৩ মৃত্যুর পর পূর্ণ হবে পরাণের ইচ্ছে!মজার ছলে কোন গল্প বলতে আসছেন ইন্দ্রনীল-অনির্বণ আফগান ও মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগে গেম চেঞ্জার হবে চাবাহার? ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে প্রয়াত সুশীল মোদী, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর মে'র শেষ ও জুনের শুরু মিলিয়ে ৭ দিন মদ মিলবে না কলকাতায়! কবে, কবে? রইল তালিকা গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স মেয়ের কৃতিত্বে মাকে ‘রত্নগর্ভা’ পুরস্কার! গর্বিত মিমি লিখলেন, 'সেরা মুহূর্ত...'

Latest IPL News

গুজরাটের সর্বনাশে পৌষমাস KKR-এর, মাঠে না নেমেই প্রথম কোয়ালিফায়ারে নাইট রাইডার্স IPL 2024: কোহলির সঙ্গে কোথায় মন কষাকষি? দিব্যি হাসিমুখে হাত মেলালেন সৌরভ- ভিডিয়ো বৃষ্টিতে যথা সময়ে শুরু হয়নি ম্যাচ, খেলা ভেস্তে গেলেই বিরাট ক্ষতি শুভমন গিলদের দল হারল কী জিতল, তুমি তো ৪০০ কোটি আয় করছ! লোকেশের পাশে থেকে গোয়েঙ্কাকে তোপ বীরুর সূর্যকুমার যাদবকে নিয়ে এখনও আফসোস করেন KKR এর প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ও কিন্তু সোজা দৌড়তে গিয়ে উইকেট আড়াল করেনি… জাদেজার পাশে দাঁড়ালেন CSK কোচ এখনও সিএসকে-র সদস্য রায়না, হাতে র‍্যাকেট তুলে দিয়ে বোঝালেন ধোনি, মুগ্ধ নেটপাড়া দুর্ভাগ্যজনক ভাবে ম্যাকগার্ক রানআউট হতেই,উন্মত্ত সেলিব্রেশনে মাতলেন কোহলি-ভিডিয়ো IPL প্লে-অফে একইসঙ্গে উঠতে পারে CSK ও RCB! কোন অঙ্কে ধোনি ও বিরাটের হাসি ফুটবে? T20 WC-এর দলে জায়গা পাওয়ার আশা হয়তো ম্যাকগার্ক নিজেও করেনি- দাবি পন্টিংয়ের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ