আসন্ন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একা ৩৭০টি আসন পাবে এমন সম্ভাবনা খুবই কম। টাইমস নাও-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভোট কুশলী প্রশান্ত কিশোর বলেন, বিজেপি যদি একাই ৩৭০টি লোকসভা আসন পায় তবে তিনি খুব অবাক হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে ‘এই সংখ্যা নিয়ে কথা বলেছেন। তবে আমি মনে করি এটি কেবল বিজেপি কর্মীদের একটি টার্গেট, সম্ভাবনা নয়।’ আসন্ন নির্বাচনের জন্য তার ভবিষ্যদ্বাণী করতে গিয়ে প্রশান্ত কিশোর এমনটা বলেন।
নরেন্দ্র মোদী ৩৭০ অনুচ্ছেদের প্রসঙ্গে সংসদে প্রথমবার ৩৭০ সংখ্যাটি উল্লেখ করেছিলেন, যা তাঁর সরকার তাঁর দ্বিতীয় মেয়াদের এক যুগান্তকারী সিদ্ধান্তে বাতিল করে দিয়েছিল এবং বলেছিলেন যে বিজেপি একাই ৩৭০ টি আসন পাবে এবং এনডিএ ৪০০ ছাড়িয়ে যাবে। এরপরই একাধিক জনসভায় ৩৭০টি আসনের লক্ষ্যমাত্রার কথা বলেন মোদী।
বাংলায় বিজেপির ভাল ফল করার সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুতে বিজেপি এই প্রথম দুই অঙ্কে পৌঁছতে পারে। প্রশান্ত কিশোর বলেন, তেলেঙ্গানাতেও বিজেপি ভাল ফল করবে।
আরও পডুন। একের পর এক রাজ্যে আসন সমঝোতা চূড়ান্ত, এবার প্রচণ্ড গতি পেল ইন্ডিয়া জোট
আরও পডুন। আগামী সপ্তাহে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে BJP, বাংলা নিয়ে বড় মিটিং
তিনি বলেন, সন্দেশখালির মতো ইস্যু শাসক দলকে দুর্বল করতে বাধ্য। কিন্তু সন্দেশখালিকে সঙ্গে নিয়ে বা বাদ দিয়েই বাংলায় উঠছে বিজেপি। বাংলায় ২০২৪ সালের নির্বাচনের ফলাফল দিল্লির অনেকের কাছে অবাক হওয়ার মতো হবে, যাঁরা মনে করেন বাংলায় বিজেপি শেষ হয়ে গিয়েছে।
'মোদী তৃতীয় মেয়াদে ক্ষমতায় এলে ভারত চিন হয়ে উঠবে না'
প্রশান্ত কিশোর বলেন, ২০২৪ সালের নির্বাচনে বিজেপি জিতলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি আরও দুর্বল হতে থাকবে, তবে এটি বিজেপির একচেটিয়া নয়। ইন্দিরা গান্ধীর উদাহরণ টেনে প্রশান্ত কিশোর বলেন, যখনই কোনও ব্যক্তি বা গোষ্ঠী খুব শক্তিশালী হয়ে ওঠে, তখন সমাজের গণতান্ত্রিক কাঠামো আপস করা হয়। ভারত চীন হয়ে উঠবে না কিন্তু স্বৈরাচারী শাসনের লক্ষণ আরও স্পষ্ট হয়ে উঠবে। কিন্তু ১৫টি রাজ্যে বিরোধীদের শাসন রয়েছে বলে জানান প্রশান্ত।
'রাহুল গান্ধী যদি সাত দিনের জন্য ইউরোপ যেতে পারেন...',
প্রশান্ত কিশোর বলেন, ভারতীয় জোট দেরিতে শুরু করেছিল এবং তারা এখন যা করছে গত বছরও তা করা উচিত ছিল। গত বছর ভারতীয় জোট ৭-১০ দিনের বেশি কাজ করেনি। প্রশান্ত কিশোর বলেন, রাহুল গান্ধী যদি সাত দিনের জন্য ইউরোপে যেতে পারেন, তাহলে গত বছরও এতটা কাজ করেনি কেন?