অভিষেক-ঐশ্বর্যর বিচ্ছেদ নাকি পাক্কা! ঘনিষ্ঠ সূত্র বলছে, বচ্চনদের বাড়ি ছেড়ে বেরও নাকি হয়ে গিয়েছেন ঐশ্বর্য, আলাদা থাকছেন। যদিও শুধুমাত্র আরাধ্যার মুখ চেয়েই নাকি আইনত আলাদা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন না অভিষেক-ঐশ্বর্য। তবে এসব গুঞ্জনের মাঝেই ফের একবার একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে।
শনিবার মুম্বইতে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বচ্চনদের সঙ্গেই দেখা গেল ঐশ্বর্য রাই বচ্চনকে। যদিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতো অভিষেক-ঐশ্বর্যকে আলাদা গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে। যদিও আবার অনুষ্ঠানে অভিষেক, অমিতাভ অগস্ত্যদের সঙ্গেই আরাধ্যার পারফরম্য়ান্স উপভোগ করলেন ‘রাই’ সুন্দরী। যদিও সেখানে জয়া বচ্চন বা শ্বেতা বচ্চনকে দেখা গেল না। শোনা যাচ্ছে, ঐশ্বর্যর সঙ্গে মূল সমস্যা নাকি তাঁদেরই।
এদিকে বিচ্ছেদ গুঞ্জন থাকলেও এদিন ঐশ্বর্যর বৃদ্ধা মা বৃন্দা রাইকে হাত ধরে গাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন অভিষেক বচ্চন। তবে অবশ্যে কিছুটা এগিয়ে আসতেই ঐশ্বর্যই অভিষেকের হাত থেকে মাকে সরিয়ে গাড়িতে তুলে দেন। ঠিক তখন অভিষেক পিছনেই দাঁড়িয়েছিলেন।
আরও পড়ুন-২০২৩-এই বিয়ের কথা ছিল তাঁরও, দুঃখ গোপন রেখে কাছের বন্ধু সৌরভের বিয়েতে সব্যসাচী
আরও পড়ুন-বিচ্ছেদের গুঞ্জনের মাঝে আলাদা গাড়িতে মেয়ের স্কুলের অনুষ্ঠানে ঐশ্বর্য-অভিষেক
যদিও এই ভিডিয়োর পরেও অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক ঠিক আছে, এমন কথা বিশ্বাস করতে নারাজ নেটপাড়া। নেটিজেনের একজন লিখেছেন, ‘অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ক ঠিক আছে, এতে এসব কিছুই প্রমাণ হয় না। ওঁরা হয়ত মেয়ের অনুষ্ঠানের জন্যই শুধু একত্রিত হয়েছিলেন, সবটাই ক্যামেরার সামনে লোক দেখানো।’ আরও একজন লিখেছেন, ‘সবটাই লোকদেখানো’। তবে কেউ আবার অভিষেকের ব্যবহারের প্রশংসা করেছেন।
এদিকে সম্প্রতি প্রকাশিত টাইমস নাও-এর প্রতিবেদন অনুসারে, বচ্চন পরিবার ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, 'ঐশ্বর্য-অভিষেকের মধ্যে সমস্যা নতুন নয়, বহু বছরের, শুধুমাত্র মেয়ের জন্যই নাকি তাঁরা এখনও আইনত আলাদা হননি। তবে এখন বচ্চন পরিবার থেকে একেবারেই বের হয়ে গিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। তিনি বর্তমানে যেখানে থাকেন সেই বাসস্থানের সঙ্গে বচ্চনদের কোনও সম্পর্ক নেই।'