অনিল কাপুর অভিনীত নায়ক আজও বলিউডের অন্যতম হিট এবং জনপ্রিয় ছবি। একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েও যে এত কিছু করা যায় সেটাই দেখিয়েছিল সেই ছবি। এবার সেই ছবির সিক্যুয়েল আসছে বলেই অনুমান করছেন অনেকে। বলিউডের অন্দরের গুঞ্জন আসতে চলেছে নায়ক ২। আর তাতে আবারও দেখা যাবে অনিল কাপুরকে। আর এই ছবির পরিচালনা করবেন সেই এস শঙ্কর।
আরও পড়ুন: লোকসভার আগেই শুরু দলবদলের খেলা! BJD - র হাত ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়ার হিড়িক ওড়িয়া অভিনেতাদের
নায়ক ২ আসছে?
সূত্রের খবর অনুযায়ী অনিল কাপুর এবং এস শঙ্কর হাত মিলিয়েছেন নায়ক ছবিটির সিক্যুয়েলের জন্য, যদিও এই বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সবটাই অনুমান। যদি জল্পনা সত্যি হয় তবে ২০০১ সালে মুক্তি পেয়েছিল সেই বিখ্যাত ছবিটি। এবার ২৩ বছর পর শুরু হতে যাচ্ছে সেই ছবির সিক্যুয়েলের কাজ।
আরও পড়ুন: নির্বাচনের কোপ ঋতুপর্ণা - প্রসেনজিতের ৫০ তম ছবিতে! পয়লা বৈশাখের বদলে কবে মুক্তি পেতে পারে ‘অযোগ্য’?
প্রসঙ্গত বিগত বেশ কিছুদিন ধরেই এই জল্পনা চলছে যে নায়ক ২ আসতে পারে। এর নেপথ্যে ছিল মুম্বইতে এস শঙ্করের সঙ্গে অনিল কাপুরকে দেখা গিয়েছে। তাঁদের একত্রে দেখে দুইয়ে দুইয়ে চার করেছেন অনুরাগীরা। তাঁদের অনুমান সিক্যুয়েলের যুগে নায়ক ২ ফিরছে হয়তো।
অনিল কাপুরের প্রজেক্ট
অনিল কাপুরকে শেষবার ফাইটার ছবিতে দেখা গিয়েছিল। সেখানে তাঁর চরিত্রের নাম ছিল রকি। আগামীতে তাঁকে নায়ক ২ ছবিতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। এটি ১৯৯৯ সালে মুক্তি পাওয়া তামিল ছবি মুধালভান এবং বলিউড ছবি নায়ক ছবির সিক্যুয়েল। সেই ছবিতে তাঁর সঙ্গে রানি মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল। এছাড়া সেখানে ছিলেন ওমরিশ পুরি, পরেশ রাওয়াল, জনি লিভার প্রমুখ। অন্যদিকে এস শঙ্কর বর্তমানে ব্যস্ত আছেন রাম চরণ অভিনীত গেম চেঞ্জার ছবিটি নিয়ে।