পর্দার ভুল বোঝাবুঝি এবার বাস্তবে! স্বস্তিকা-দিব্যজ্যোতির বন্ধুত্বে বড়সড় চিড়, অন্তত এমনটাই গুঞ্জন টেলিপাড়ায়। দু-দিন আগেই ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করে দিয়েছেন অনুরাগের ছোঁয়ার নায়ক-নায়িকা। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হার্টথ্রব জুটি সূর্য-দীপা। বেঙ্গল টপার ধারাবাহিকের জুটির মধ্যে বনিবনা না হওয়ার খবর অবশ্য নতুন নয়। জুন মাসের শেষের দিকেই প্রথম চাউর হয় এই খবর। সেইসময় এক অ্যাওয়ার্ড সেরেমানিতে পরস্পরকে ইগনোর করেছেন তাঁরা এমন অভিযোগ উঠেছিল। ফিসফাস শোনা গিয়েছিল, গোটা অনুষ্ঠানেই একে অপরকে এড়িয়ে চলেছেন তাঁরা। কিন্তু সেই জল্পনা হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ফুৎকারে উড়িয়েছিলেন স্বস্তিকা ঘোষ। জানিয়েছিলেন- 'আমরা পাশাপাশি বসেছিলাম, নর্ম্যাল যেমন থাকি একদম তেমনি ছিলাম। আমরা ছবিও তুলেছি প্রচুর, হয়ত সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করিনি। কারা এটা রটিয়েছে আমি জানি না, তবে আমাদের বন্ধুত্ব আগের মতোই অটুট রয়েছে'।' কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই তিনি ‘ভালো বন্ধু’ দিব্যজ্যোতিকে আনফলো করলেন। আরও পড়ুন-বিয়ের আগেই বাচ্চা মানুষ করা শিখে গিয়েছি, সোনা-রূপা আমাকে ধৈর্য্যশীল করেছে: স্বস্তিকা
এখন আর স্বস্তিকাকে অনুসরণ করেন না দিব্যজ্যোতিও। এটা কি নিছক কাকতালীয়, নাকি সবটাই পরিকল্পিত? হঠাৎ করে কেন তাঁরা পরস্পরকে আনফলো করলেন? জবাব খুঁজতে গিয়ে অনেকেই দুয়ে দুয়ে চার করছেন। অনস্ক্রিন জুটির মধ্যে দূরত্ব তৈরি হওয়ার খবরে চিন্তায় ঘুম উড়েছে ভক্তদের। বেঙ্গল টপার থাকাকালীনই আদৃত-সৌমিতৃষার মনোমালিন্যের খবর মাথাচাড়া দিয়েছিল, এবার যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি!
দিব্যজ্যোতির সঙ্গে অফস্ক্রিনে জমজমাট বন্ধুত্ব ছিল স্বস্তিকার। মাস কয়েক আগেও একসঙ্গে জিম করতে দেখা যেত দুজনকে। ছুটির দিনে পুলের জলে গা ভিজিয়ে নিতেন তাঁরা। একসঙ্গে আড্ডা দিতেন চুটিয়ে। গোপনে প্রেম করছেন তাঁরা, এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। তাহলে হঠাৎ হলটা কী?
গত মাসে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা দিব্যজ্যোতির সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে অকপটে মুখ খুলেছিলেন। তাঁর কথায়, সিরিয়াল শুরুর পর দিব্যজ্যোতির সঙ্গে খুব-বেশি কথা হত না তাঁর। কিন্তু দু-তিন মাসে সব বদলে যায়। পর্দার দীপার কথায়, ‘দু থেকে তিন মাস পর থেকে যখন ওর সঙ্গে আমার প্রচুর প্রচুর সিন আসতে থাকে, তখন ওর সঙ্গে আমার ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। আর চার মাসের মাথায় আমার সঙ্গে ওর তুতুকারি শুরু হয়। দিব্যর সঙ্গে আমার মেন্টালিটি ম্যাচ করে। আমি খুব বেছে বন্ধু বানাই। হঠাৎ করে কাউকে বন্ধু বানাতে পারি না। ওর সঙ্গে আমার খুব স্ট্রং বন্ধুত্ব। তাই হয়তো দর্শকের মনে হয় আমরা প্রেম করি। সেটা কিন্তু একদম নয়।’