অবশেষে প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের এবারের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা। আর সেখানে রয়েছে ভরপুর চমক। রয়েছেন একাধিক তারকা প্রার্থীও। তবে সবথেকে নজরকাড়া যে ঘটনাটি ঘটল সেটা হল এবারেও ঘাটাল থেকে লড়াই লড়ছেন দেব। তাঁর বিপক্ষে আছেন বিজেপির হিরণ চট্টোপাধ্যায়।
ঘাটালে এবার দেব বনাম হিরণ
কিছুদিন আগে বিজেপির তরফে এবার বাংলার কোন কেন্দ্র থেকে কারা লড়াই করবেন লোকসভা নির্বাচনে সেটার তালিকা প্রকাশ্যে আনা হয়েছিল। আর সেখানে জানা গিয়েছিল যে হিরণ চট্টোপাধ্যায় এবার লড়বেন ঘাটাল থেকে। আর তখনই জল্পনা উসকে গিয়েছিল যে তবে কি এবার দেব বনাম হিরণ হতে চলেছে ঘাটালে? সেই জল্পনাই এবার সত্য প্রমাণিত হল।
আরও পড়ুন: দ্বিতীয়দিনেই হুহু করে বাড়ল ব্যবসা, ১৮ কোটি আয় করে দুই দিনে মোট কত ঘরে তুলল অজয়ের ‘শয়তান’?
এদিন তৃণমূলের জনগর্জন সভা থেকে ঘোষণা করা হয় দেব লড়ছেন লোকসভা নির্বাচনে, তাও ঘাটাল থেকেই। মাঝে জল্পনা শুরু হয়েছিল যে দেব হয়তো রাজনীতি ছেড়ে দেবেন। তিনি তাঁর সম্পূর্ণ মন দেবেন সিনেমায়। কিন্তু গত মাসে তিনি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করেন তখন তিনি বেরিয়ে জানিয়ে দেন তিনি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি তাঁকে ছাড়বে না। মুখ্যমন্ত্রী নাকি তাঁকে ঘাটাল মাস্টারপ্ল্যান এবং সেখানকার মানুষদের উন্নতির জন্য এমন কিছু পরিকল্পনার কথা বলেছেন যার জন্য তিনি রাজনীতি ছাড়ছেন না। সেই কথা এদিন সত্যি প্রমাণিত হল।
ফলে এবারের লোকসভা নির্বাচনে যে ঘাটালে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে সেটা স্পষ্ট। তবে এই বিষয়ে বলে রাখা ভালো। এর আগে একাধিকবার হিরণ দেবকে আক্রমণ করেছেন নানা বিষয় নিয়ে। এবারের নির্বাচনে কী হয় সেটা দেখার জন্য মুখিয়ে আছে গোটা বাংলার মানুষ।
আরও পড়ুন: 'একদম মিস করি না, কারণ', সতীশ কৌশিকের মৃত্যুর বছর পার! স্মৃতি হাতড়ে বন্ধুর জন্য আবেগঘন পোস্ট অনুপমের
দেবের অন্যান্য কাজ
দেব এখন মন দিয়ে একটার পর একটা কাজ করে চলেছেন। তিনি টেক্কা ছবির শ্যুটিং শেষ করে বর্তমানে খাদান ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। এছাড়া তাঁর হাতে আছে অভিজিৎ সেনের ছবিও। টেক্কা এবার মুক্তি পাবে পুজোয়। অন্যদিকে অভিজিৎ সেনের ছবি আসবে বড়দিনে। কিন্তু খাদান কবে মুক্তি পাবে এখনও জানা যায়নি।