সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘গুড লাক জেরি’। অভিনেত্রী জানিয়েছেন, তিনি নয়নতারার কাছ থেকেও ছবির জন্য প্রশংসা পেয়েছেন। এই ছবি পরিচালনা করেছেন সিদ্ধার্থ সেন।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘কোলামাভু কোকিলা’-র অফিসিয়্যাল রিমেক এই ছবি। ওই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন নয়নতারা। ২৯শে জুলাই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ‘গুড লাক জেরি’।
জাহ্নবী ব্ল্যাক কমেডি ক্রাইম ফিল্ম ‘গুড লাক জেরি’তে মুখ্য় চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি অভিনেত্রী ফাঁস করেছেন, কেরিয়ারে এত তাড়াতাড়ি এই ধরনের ভূমিকা বেছে নেওয়ার জন্য তাঁর প্রতি গর্বিত নয়নতারা। তিনি আরও বলেছিলেন, অভিনেত্রীর কাছে এই ধরনের প্রতিক্রিয়া পেয়ে তিনি নিজে বেশ খুশি।
আরও পড়ুন: হাতে আগুন নিয়ে খেলছেন রণবীর, আলোর বর্ণনা করছেন আলিয়াকে! রইল ‘দেবা দেবা’র ঝলক
পিঙ্কভিলাকে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, 'আমি এক জায়গায় পড়েছি, তিনি ট্রেলার এবং আমার সম্পর্কে ইতিবাচক এবং খুব মিষ্টি প্রতিক্রিয়া দিয়েছেন। পরে আমি তাঁর নম্বর চেয়েছিলাম। আমি তাঁকে পরে মেসেজ করে বলেছিলাম, ‘আপনাকে অনেক ধন্যবাদ, এটি আমার কাছে অনেক কিছু। কথাগুলি শুনেই আমার দিনটা ভালো হয়ে গিয়েছিল।’
তিনি আরও যোগ করেন, 'পালটা নয়নতারা যা প্রতিক্রিয়া দিয়েছিলেন, তা শুনে আমি নিজে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছিলাম। বলেছিলেন, শুভকামনা এবং সৌভাগ্য আমার পথে আসছে। এবং আরও বলেছিলেন 'কেরিয়ারের এত তাড়াতাড়ি এই ধরনের কাজ করার জন্য তোমাকে নিয়ে গর্বিত।' আমার কাছে এই জিনিসটা বিরাট বড় ব্যাপার। তাঁর মুখে এই কথাগুলি শুনে নিজে খুব উচ্ছ্বসিত হয়ে যাই।'
আরও পড়ুন: আলিয়া-ক্যাটরিনা-প্রিয়াঙ্কার সঙ্গে ‘জি লে জারা’র গল্প বলবেন ইশান খট্টরও! কীভাবে?
গুড লাক জেরির ট্রেলার প্রকাশের পর, নয়নতারা জাহ্নবীর জন্য শুভ কামনা করেছিলেন। এই ভূমিকার জন্য তাঁকে নিখুঁত বলেও উল্লেখ করেছিলেন। তিনি একটি বিবৃতিতে বলেছিলেন, কোকিলা আমার হৃদয়ের খুব কাছের এবং গুডলাক জেরির ট্রেলার দেখে আমার খুব ভালো লেগেছে। দর্শকদের জন্য আরও এক বিনোদনমূলক যাত্রা, ওর চেয়ে ভালো জেরি আর কেউ হতে পারত না! গুডলাক জাহ্নবী!'
মা ফুসফুসের ক্যানসারে ভুগছে। নুন আনতে পান্তা ফুরানোর সংসারে মায়ের চিকিৎসার খরচ জোগানোই বড় চ্যালেঞ্জ জয়প্রীত শেঠি ওরফে জেরির কাছে। অগত্যা ড্রাগ ডিলারের কাজে পা বাড়াতে হয়েছে জাহ্নবীরে। মেয়েদের জন্য এই ‘ধান্দা’ নয়, এমনই কথা পঞ্জাবের মাদক-মাফিয়ার কাছ থেকে শুনতে হয় তাঁকে। যদিও বিহারি কন্যে জেরির জবাবে মুগ্ধ হয়ে যান সেই মাদক মাফিয়া। এরপর শুরু ড্রাগ ডিলার হিসাবেজেরির সফর….।