Nita ambani
সেরা খবর
সেরা ভিডিয়ো
তাঁরা শিল্পপতি। দেশের সবথেকে ধনী পরিবার। তবে তাতে কী! নীতা ও মুকেশ আম্বানি ব্যবসায়ী হওয়ার পাশাপাশি তাঁরা বাবা-মা আবার ঠাকুমা/দিদা-দাদুও বটে। আর পারিবারিক বন্ধন বেশ সুন্দর করে উপভোগ করতে জানেন নীতা ও মুকেশ আম্বানি। আর তাইতো ব্যাবসায়িক সাফল্যের পাশাপাশি, পারিবারিক জীবনও সুন্দরভাবে উপভোগ করছেন আম্বানিরা। এবার তাই ঘটা করে বাড়ির ছেলের বিয়ে দিচ্ছেন আম্বানিরা। সেই অনুষ্ঠানে সামিল সিনেমা, ক্রিকেট থেকে শুরু করে রাজনৈতিক জগতের ব্যক্তিত্বরা। আবার এই সেলিব্রেশনের অংশ আম্বানি পরিবারের খুদেরাও। মুকেশ-নীতা আম্বানির ৪ নাতি-নাতনি, কষ্ণা ও আদিয়া (ইশা আম্বানির ছেলে-মেয়ে) পৃথ্বী ও বেদা (আকাশ আম্বানির ছেলে-মেয়ে)। অনন্ত আম্বানির বিয়ের আগে নাতি-নাতনিদের নিয়েই গাড়ি চড়ে লং ড্রাইভে বের হয়ে পড়লেন মুকেশ ও নীতা। __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en #ambani