রাহুল বন্দ্যোপাধ্যায় টলিউডের এমন একজন অভিনেতা যিনি বরাবর নিজের মতামতকে স্পষ্ট ভাবে তুলে ধরে এসেছেন। তিনি যাত্রার মঞ্চ থেকে শুরু করে টেলি দুনিয়া, ওয়েব মাধ্যম, বড় পর্দা সর্বত্র তিনি নিজের ছাপ রেখেছেন নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে। তবে এসবের পাশাপাশি তিনি আগাগোড়া একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক। সেই দলের প্রতি তাঁর বরাবর ভালোবাসা। দল বদলের খেলার মাঝে তিনি এখনও বামপন্থী। হ্যাঁ, তাঁর পরিবার কংগ্রেসের সমর্থক, কিন্তু তিনি প্রথম থেকেই আলাদা। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে তিনি তাঁর রাজনৈতিক মতাদর্শ থেকে কী দেখে বা ভেবে ভোট দেন সেটা খোলসা করে জানালেন।
নির্বাচন নিয়ে কী বললেন রাহুল?
টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাহুল বন্দ্যোপাধ্যায় নির্বাচন দিতে যাওয়ার আগে তিনি কোন কোন বিষয় মাথায় রাখেন, কোন ভাবনা তাঁর মনে কাজ করে সেটা খোলসা করে বলতে গিয়ে জানান, ' আমার সঙ্গে যিনি বা যাঁরা ভোট দিতে যাচ্ছেন তাঁর বা তাঁদের রাজনৈতিক চিন্তা ভাবনা, মতাদর্শ কী সেটা নিয়ে কোনও ঝগড়া নয়। কারণ আলাদা আলাদা ধরনের রাজনৈতিক মতাদর্শের মানুষ একসঙ্গে থাকতেই পারেন। কিন্তু সেটা নিয়ে ভোট দিতে যাওয়ার আগে মন কষাকষি করলে চলবে না।'
যাদবপুর কেন্দ্রে রাহুলের কাছে সেরা প্রার্থী কে?
রাহুল যাদবপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দা। এবার এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন না মিমি চক্রবর্তী। তিনি রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন। গত বার ২০১৯ সালে তিনি ভোটে লড়ে জিতেছিলেন। এবার তাঁর জায়গায় সেই জায়গায় নির্বাচনে লড়াই করছেন সায়নী ঘোষ। তবে বিপরীতে আছেন বামপ্রার্থী সৃজন ভট্টাচার্য। এই দুই প্রার্থীর বিষয়ে কথা বলতে গিয়ে রাহুল জানান, 'আবার বাম প্রার্থী সৃজনকে খুব ভালো লাগে।'
আরও পড়ুন: ফারহান চাননি তো কী, ডন হয়েই ফিরছেন 'কিং' খান, দোসর সুহানা?
আরও পড়ুন: গোটা সেটের সামনেই দুর্জয়কে চুমু 'টিনএজার' রাণীর! অভিজ্ঞতা জানিয়ে বললেন, 'একটু অস্বস্তি তো...'
আর তাঁর স্ত্রী প্রিয়াঙ্কার? এই প্রসঙ্গে হরগৌরী পাইস হোটেলের 'বড়দা' বলেন, 'আমি কখনই ওকে জিজ্ঞেস করি না যে ও কাকে ভোট দেব। কিন্তু আমি জানি ও কাকে সমর্থন করে। বুঝি। ওর সঙ্গে সায়নীর একটা ঘনিষ্টতা আছে।' একই সঙ্গে রাহুল খোলসা করে বলেন যে তিনি মানুষ হিসেবে সায়নীকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। কিন্তু তাঁর ফেভারিট সৃজনই!