বাংলা নিউজ > বায়োস্কোপ > ঘোড়ার পিঠে অজ্ঞান, পরে গিয়ে মারাত্মক চোট পেলেন রণদীপ হুডা! ভর্তি হাসপাতালে

ঘোড়ার পিঠে অজ্ঞান, পরে গিয়ে মারাত্মক চোট পেলেন রণদীপ হুডা! ভর্তি হাসপাতালে

ঘোড়ার পিঠে অজ্ঞান, পরে গিয়ে মারাত্মক জখম রণদীপ হুডা। 

অজ্ঞান হয়ে যাওয়ার ফলে চলন্ত ঘোড়া থেকেই পরে যান রণদীপ হুডা। ভর্তি করা হয়েছে হাসপাতালে। বাম পায়ে গুরুতর আঘাতের কথা বলা হচ্ছে। যার কারণে অস্ত্রোপচার করার প্রয়োজনও পড়তে পারে।

বলিউড অভিনেতা রণদীপ হুদা তার আসন্ন ছবি 'স্বতন্ত্র বীর সাভারকর'-এর শ্যুট করছিলেন। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক। সেই ছবির কাজ করার সময়ই অসুস্থ হয়ে পড়েছেন। খবর মিলছে ঘোড়ায় চড়ার সময় অজ্ঞান হয়ে পড়ান। যার কারণে চলন্ত ঘোড়া থেকেই পড়ে যান। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন। যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় হাঁটু ও পায়ে চোট পেয়েছেন রণদীপ। অভিনেতার বাম পায়ে গুরুতর আঘাতের কথা বলা হচ্ছে। যার কারণে অস্ত্রোপচার করার প্রয়োজনও পড়তে পারে। জানা গিয়েছে ঘটনাটি কয়েকদিন আগের। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্যই পাওয়া যায়নি। দুর্ঘটনার পর অভিনেতাকে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই তাণর চিকিৎসা চলছে। আরও পড়ুন: ডুবে ডুবে জল খাচ্ছেন নাকি! সেক্সি পোশাকে পার্টিতে অনন্যা, পিছু পিছু আরিয়ান

'স্বতন্ত্র বীর সাভারকর'-এর জন্য কঠোর পরিশ্রম করছিলেন রণদীপ। নিজের চরিত্রের প্রতি সুবিচার করতে অনেক ওজনও কমিয়েছিলেন। এই ছবিতে তাঁকে দেখা যাবে বিনায়ক দামোদর সাভারকারের চরিত্রে। এর জন্য তাঁকে প্রায় ২২ কেজি ওজন কমাতে হয়েছে। বদলাতে হয়েছিল খাদ্যাভাসও। আরও পড়ুন: বিগ বস থেকে বেরিয়ে গেলেন সাজিদ? কম ভোট পাওয়ার জন্য নয়, রয়েছে বড় কারণ

রিপোর্টে দাবি করা হয়েছে, ডায়েটে কাটছাট করায় রণদীপ খুব রোগা হয়ে গিয়েছেন। এতটাই যে, তাঁর হাঁটুর কাছে কোনও পেশি নেই বললেই চলে। এমতাবস্থায় তিনি ঘোড়া থেকে পড়ে গেলে তার পায়ে দারুণ প্রভাব পড়ে। আপাতত তাঁকে বেড রেস্টেরই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পায়ে কোনওভাবে যাতে চাপ না পড়ে।

রণদীপ হুডা এই প্রথম দুর্ঘটনার মুখোমুখি হলেন না। এর আগে ২০২২ সালের মার্চ মাসেও অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রণদীপ নিজেই হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করেছিলেন। যাতে তাকে বেডে শুয়ে থাকতে দেখা যায়। সেই পোস্টে, অভিনেতা জানিয়েছিলেন যে তিনি হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। ওয়েব সিরিজ ইন্সপেক্টর অবিনাশের শুটিং করছিলেন। এই সেটে অভিনেতার সঙ্গে এই ঘটনা ঘটে।

 

 

বন্ধ করুন