আর মাসখানেক বাকি। তাই জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছেন সায়নী ঘোষ। তবে অসুস্থ শরীরে। বিগত বেশ কয়েকদিন ধরেই ধুম জ্বর অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর। এই অবস্থায় কী করে প্রচার সারছেন জানিয়েছেন আনন্দবাজারকে।
কী জানালেন সায়নী ঘোষ?
এদিন অভিনেত্রী জানান কয়েকদিন ধরেই তাঁর ধুম জ্বর। সেই অবস্থাতেই তিনি প্রচার চালাচ্ছেন। সায়নীর কথায়, 'জ্বরের সঙ্গে যুদ্ধ চলছে আমার। কিন্তু আজ যেন বেশিই শরীর খারাপ লাগছে। জ্বরকে বলেছি আর কদিন অপেক্ষা কর, ৪ জুনের পর আয়।'
আরও পড়ুন: ২০২৪ - এর অন্যতম হিট বাংলা ছবি, কিন্তু অতি উত্তম তৈরি হয়েছে কীভাবে? প্রকাশ্যে আনলেন সৃজিত
এই গরমে নিজেকে সুস্থ রাখতে কী করছেন সায়নী?
সায়নী জানান প্রচারের সময় তিনি সবসময় ORS রাখছেন। অভিনেত্রীর কথায়, 'সানস্ক্রিন, ORS জলের বোতল সঙ্গে থাকছেই বাইরে বেরোলে। এছাড়া গত কয়েকদিন ধরে টুপিও রাখছি। কিন্তু পরার সুযোগ পাচ্ছি না।' এদিন তিনি আরও জানান যে তাঁর দলের কর্মীদের মধ্যে এই গরমে ORS খাওয়া নিয়ে কাড়াকাড়ি পড়ে যাচ্ছে। অভিনেত্রী টুপি ওড়না পরে এই গরমে প্রচার সারলেও সেটা মানতে নারাজ যাদবপুর কেন্দ্রের বাসিন্দারা। সায়নী তাঁদের পাড়ায় মুখ, মাথা ঢেকে এলেই দাবি উঠছে ওড়না আর টুপি খুলে মুখ দেখানোর। সেখান থেকে বোঝা যাচ্ছে যে কেন্দ্র থেকে সায়নী লড়ছেন সেখানে তাঁর জনপ্রিয়তা ঠিক কতটা।
আরও পড়ুন: সফল ক্রিকেটার, ক্রীড়া প্রশাসক হয়েও 'নিজের বাড়ি'তে থাকেন না সৌরভ! দাদাগিরিতে বললেন, 'আমিও আমার...'
আরও পড়ুন: সাধ খেলেন নাতাশা, বেবি বাম্প আগলে বরুণের সঙ্গে কাটলেন বিশেষ থিমের কেক! কবে আসছে সন্তান?
নির্বাচন নিয়ে কী বললেন সায়নী?
সায়নীর সাফ কথা তৃণমূলের ভোট তৃণমূলেই থাকছে। তবে 'বামের ভোট রামে আর রামের ভোট বামে আসছে বলেই' তাঁর দাবি। কারণ সায়নী বিশ্বাস করে এই লোকসভা ভোটে ‘লাল রঙে গেরুয়া মিশে গেছে’।