কিছুদিন আগেই শোভন গঙ্গোপাধ্যায় নিজেই ছবি পোস্ট করে ফাঁস করে দেন তিনি এবং সোহিনী সরকার একসঙ্গে কোথাও বেড়াতে গিয়েছেন। কোথায় সেটা স্পষ্ট না করলেও তাঁরা যে একান্তে ছুটি কাটাতে গিয়েছিলেন সেটা স্পষ্ট। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলেন গায়ক। এবার তাঁরা আলাদা আলাদা একই জায়গা থেকে ছবি পোস্ট করলেন। আর তাতেই তাঁদের আরও একবার ধরে ফেললেন নেটিজেনরা।
শোভন গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সরকার প্রেম করছেন?
কয়েক বছর অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে চুটিয়ে প্রেম করার পর চলতি বছরই আলাদা হয়ে যান তাঁরা। অন্যদিকে বিচ্ছেদ হয় রণজয় বিষ্ণু এবং সোহিনীর। তারপর থেকেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে শোভন এবং সোহিনী নাকি প্রেম করছেন। যদিও এই বিষয়ে তাঁরা মুখে কুলুপ এঁটে রেখেছেন। এবার তাঁদের বেড়াতে যাওয়ার ছবি দেখে দুয়ে দুয়ে এক করে ফেলল নেটপাড়া।
আরও পড়ুন: 'আয়নাই দেখতাম না...' সৌরভের সঙ্গে ভাগ জীবনের দাদাগিরির গল্প, কীভাবে-কেন নিজেকে বদলান কিরণ?
আরও পড়ুন: বিতর্ক ছাপিয়ে সুদীপার আনা শাড়িই ভবতারিণীর পরনে, অগ্নিদেব সুস্থ হয়ে ফিরতেই দিলেন সুখবর
কিছুদিন আগেই সোহিনী দুটি ছবি পোস্ট করে লেখেন, 'শুরু...' তাঁকে সাদা পোশাক পরে বিগ কাঁধে এবড়ো খেবড়ো পথে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লাল আকাশের নিচে বিস্তীর্ণ জঙ্গল দেখা যাচ্ছে।
এরপরই এদিন শোভনকেও সেই একই জায়গায় দাঁড়িয়ে ছবি পোস্ট করতে দেখা গেল। পরনে লাল কালো চেক শার্ট, মাথায় ফেট্টি। তিনি এই ছবিগুলো পোস্ট করে লেখেন, 'যে সব দেশে সকালবেলায় রঙ লেগে থাকে, সে সব দেশ তোমার হোক।'
এই দুই ছবি দেখেই সকলে বুঝে গিয়েছেন যে তাঁরা একত্রে কোথাও বেড়াতে গিয়েছেন। শুধু তাই নয়, দুজনের ক্যাপশন থেকেও বিশেষ সম্পর্কের ইঙ্গিত পেয়েছেন বলেও জানান তাঁরা। 'দুজনেই একই জায়গা থেকে পোস্ট করলেন, তার মানে...' মন্তব্য একজনের। কেউ আবার লেখেন, 'এ তো প্রেম জলে ডুব।'
প্রথমে কয়েক দিন আগে শোভন তাঁদের ছবি পোস্ট করে লেখেন, 'শেষ সবকিছু তোমার জন্য তোলা থাকল।' সেখানে সোহিনীকে শোভনের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ফলে সবটা মিলিয়ে বেশ স্পষ্ট যে টলিউডে ভরা হেমন্তে বসন্তের ছোঁয়া লেগেছে। যদিও এখনই প্রকাশ্যে সেই বিষয়ে কথা বলতে নারাজ তাঁরা।