বাংলা নিউজ > বায়োস্কোপ > Shovan Ganguly: 'এমন রাতে তাকে...' মন খারাপি পোস্ট শোভনের, মিস করছেন প্রাক্তন স্বস্তিকাকে?

Shovan Ganguly: 'এমন রাতে তাকে...' মন খারাপি পোস্ট শোভনের, মিস করছেন প্রাক্তন স্বস্তিকাকে?

মন খারাপি পোস্ট শোভনের

Shovan Ganguly: মাঝরাতে আচমকাই মন খারাপ করা পোস্ট শোভনের। তবে কি অতীতের কথা মনে পড়ছে? মিস করছেন তিনি স্বস্তিকাকে?

সম্পর্ক ভেঙে গেলেও অনেক সময় তার রেশ বোধহয় থেকেই যায়! অভ্যেস বা দেওয়া কথাও ভোলা যায় না সবসময়। মন খারাপ বড্ড জাঁকিয়ে বসে। না, এটা যে কেবল আমজনতার জয় তেমনটা একদমই নয়। সেলেবরাও পড়েন সেই একই দলে। আর এদিন তেমনই কিছু আভাস মিলল গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের ফেসবুক পোস্টে।

বেশ কিছু মাস আগেই শোভন এবং অভিনেত্রী স্বস্তিকা দত্তের সম্পর্ক ভেঙেছে। দুজন দুজনের মতো এগিয়ে গিয়েছেন জীবনে। তাঁদের সম্পর্ক ভাঙার পর কম জল্পনা বা চর্চা হয়নি। কেন তাঁদের বিচ্ছেদ হল, কী জন্য দূরে গেলেন তাঁরা তাই নিয়ে চলেছে বিস্তর জল্পনা। তবে সেই অর্থে স্বস্তিকা বা শোভন কেউই মুখ খোলেননি। তবে শোভন গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার ভোর রাতে একটি পোস্ট করলেন।

তিনি তাঁর স্কুটির একটি ছবি পোস্ট করে লেখেন, 'এরকম রাতে তাকে গোটা শহর দেখানোর দায়িত্ব ছিল আমার।' অভিনেতা তথা বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় তাঁর পোস্টে কমেন্ট করেন, 'তুমি নিজে কি দেখলে?'

আরও পড়ুন: রবি গানই কাছে আনল, বিচ্ছেদের পর ফের এক মঞ্চে ইমন-শোভন

শোভনের বহু অনুরাগীরা তাঁর পোস্টে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'যে থাকবে না তাকে দেখিও না, তার কথা ভেবো না। যে থেকে যাবে রাগে, দুঃখে, সুখে থাকে দেখিও এই শহর। মুহূর্ত পরে কষ্ট দেয়।' কেউ কেউ তাঁকে প্রাক্তনের কাছে ফিরে যাওয়ার পরামর্শ দেন। অনেকেই আবার এই পোস্টে স্বস্তিকাকে মেনশন করেন।

প্রসঙ্গত শোভন স্বস্তিকার বিচ্ছেদের সময় অনেকেই বলেছিলেন শোভনের প্রাক্তন ইমন চক্রবর্তীর জন্য নাকি তাঁদের সম্পর্ক ভেঙেছে। যদিও গায়িকা সম্পূর্ণ অস্বীকার করেন। একই কথা জানিয়েছিলেন অভিনেত্রীও। তবে কিছুদিন আগে ইমন এবং শোভনকে পুরনো তিক্ততা ভুলে ফের পাশাপাশি দেখা যায়। এক মঞ্চে একসঙ্গে গান গান তাঁরা। রবীন্দ্রনাথের প্রয়াণবার্ষিকীর অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে গান গাইতে দেখা যায়।

বন্ধ করুন