কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের(CGHS) প্যাকেজের হার সংশোধনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কর্মীদের সুবিধার জন্য এর রেফারাল প্রক্রিয়াও আরও সরল করা হয়েছে। এক সরকারি বিবৃতি অনুসারে, OPD রেট আগে ১৫০ টাকা ছিল। সেখান থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে। অন্যদিকে IPD-র পরামর্শ ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে। ICU পরিষেবার দর ৫,৪০০ টাকা করা হয়েছে। আরও পড়ুন: PPF থেকে FD, আয়কর বাঁচাতে এই ৬টি বিনিয়োগ অবশ্যই মাথায় রাখুন
হাসপাতালের রুম ভাড়ারও সংশোধন করা হয়েছে। সাধারণ ঘর ভাড়া আগে ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। আধা-বেসরকারি ওয়ার্ডের ভাড়া আগে ২,০০০ টাকা ছিল। সেখান থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে। ব্যক্তিগত রুমের রেট ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪,৫০০ টাকা করা হয়েছে।
এই পদক্ষেপের কারণে সরকারকে ২৪০ থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ করতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি অনুসারে, সুবিধাভোগীদের ক্লেইমের পরীক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন উপাদানের ব্যয় বৃদ্ধির বিষয়গুলি বিবেচনা করে প্রাথমিকভাবে কনসালটেন্সি ফি, ICU চার্জ এবং রুম ভাড়ার CGHS প্যাকেজের রেট সংশোধন করার প্রস্তাব করেছে।
আগে CGHS সুবিধাভোগীকে হাসপাতালে রেফার করার জন্য সশরীরে CGHS ওয়েলনেস সেন্টারে যেতে হত। এখন হাসপাতালে রেফার করার জন্য ওয়েলনেস সেন্টারে নথিসহ নিজের কোনও প্রতিনিধিকে পাঠাতে পারেন।
কোনও মেডিকেল অফিসার নথিপত্র পরীক্ষার পর সুবিধাভোগীকে হাসপাতালে পাঠাতে পারেন। CGHS সুবিধাভোগীরা ভিডিয়ো কলের মাধ্যমেও রেফারাল পেতে পারেন।
CGHS-এর মাধ্যমে প্রায় ৪২ লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মী, পেনশনভোগী এবং তাঁদের পরিবার এই স্কিমের মাধ্যমে সুবিধা পান। আরও পড়ুন: Ayushman Bharat: CGHS জুড়ে যাবে আয়ুষ্মান ভারত-এর সঙ্গে, কীভাবে লাভবান হবে সরকারি কর্মীরা?
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup