মহারাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃত ২৭,দশ হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা
Updated: 30 Apr 2020, 10:36 PM ISTভারতে সংক্রমণের হার কমলেও আক্রান্তের সংখ্যা ৩৩,০০০-এর গণ্ডি টপকে গেল। মৃতের সংখ্যাও ১,০০০ ছাড়িয়ে গিয়েছে।
ভারতে সংক্রমণের হার কমলেও আক্রান্তের সংখ্যা ৩৩,০০০-এর গণ্ডি টপকে গেল। মৃতের সংখ্যাও ১,০০০ ছাড়িয়ে গিয়েছে।
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২৭টি নতুন করোনা সংক্রমণে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর জেরে ওই রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫৯।
বৃহস্পতিবার মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ৫৮৩ জন রোগী নথিভুক্ত হওয়ার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা আপাতত ১০,৪৯৮।
দিনকয়েক আগে নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ী। এবার সব রাজ্যকে চিঠি লিখে পণ্যবাহী লরি বা গাড়ির নির্ঝঞ্জাট চলাচল নিশ্চিত করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা চিঠিতে বলেছেন, 'লকডাউনের সময় দেশজুড়ে পণ্য ও পরিষেবার জোগান বজায় রাখতে এটা খুব গুরুত্বপূর্ণ।'
দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩,৬১০। আজ বিকেল পাঁচটা পর্যন্ত দেশে ১,০৭৫ জনের মৃত্যু হয়েছে।
ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ভিটেয় ফেরানোর জন্য বাস পরিষেবা চালু করা যাবে। তাহলে কি এবার ট্রেনও চালু করা হবে? সেই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব বলেন, 'আপাতত বাস ব্যবহারের নির্দেশিকা দেওয়া হয়েছে।'
আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, করোনা যুদ্ধে অন্যান্য দেশের থেকে সব মাপকাঠিতেই এগিয়ে ভারত। তিনি বলেন, 'আমি নিশ্চিত, আগামী কয়েক সপ্তাহে করোনাভাইরাসের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে জিততে সক্ষম হওয়া উচিত আমাদের।'
মুম্বইয়ের ওয়াদালা থানার নয় পুলিশকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এল। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। কয়েকজনের বয়স ৫০-এর কম। ওই থানার অধীনে সাতটি রেড জোন রয়েছে। ওই পুলিশকর্মীরা ডিউটির সময় করোনায় আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা। মুম্বইয়ে এখনও পর্যন্ত ১০৬ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে তিনজনের।
কোটা থেকে ৯৫ টি বাসে ফিরিয়ে আনা হচ্ছে রাজ্যের ২,৩৬৮ জন পড়ুয়াকে। তাঁদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারের আধিকারিকরা। আগামীকালের মধ্যে তাঁরা পৌঁছে যাবেন। জানালেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
মুম্বইয়ে যাওয়ার জন্য ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা-সহ পাঁচজনকে যাতাযাতের অনুমতি দিল দিল্লি পুলিশ। তাঁদের মুভমেন্ট অফ পাস দেওয়া হয়েছে। জানিয়েছেন দক্ষিণ-পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার আর পি মিনা।
সরকারি কর্মচারীদের বেতন কাটার অধ্যাদেশে স্বাক্ষর করলেন কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ। সেই অধ্যাদেশে সায় না দেওয়ার জন্য রাজ্যপালকে আর্জি জানিয়েছিল কংগ্রেস ও বিজেপি। কর্মচারীদের বেতন কাটার সরকারি নির্দেশে কেরালা হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর রাজ্য অধ্য়াদেশ এনেছিল। এই অধ্যাদেশের মাধ্যমে ২,০০০ কোটি বেতন কাটার পরিকল্পনা করছে আর্থিকভারে জর্জরিত কেরালা সরকার।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ভারত যদি দ্বিতীয় বা তৃতীয় লকডাউনে যায়, তাহলে তা দেশের অর্থনীতির জন্য ভয়ঙ্কর হবে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ভিডিয়োয় কথা বলার সময় এমন কথাই জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন।
পশ্চিমবঙ্গে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫৮। সেরে উঠেছেন ১২৪ জন। মৃত্যু হয়েছে ২২ জনের।
গত ১৫ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১,২৬৩ জন। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যাটা ১,৭১৮। ওই সময়ের মধ্যে মৃৃতের সংখ্যা বেড়েছে ৬৭।
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩,০০০ ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, আজ সকাল আটটা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৩,০৫০। মৃত্যু হয়েছে ১,০৭৪ জনের। সেরে উঠেছেন ৮,৩২৪ জন। একজন অন্যত্র চলে গিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় স্পেনে করোনাভাইরাসে মৃত্যু হল আরও ৩২৫ জনের।
১৯১৮০১৯২০ সালে স্প্যানিশ ফ্লু'র সময় জন্ম তাঁর। গত সপ্তাহের শেষের দিকে পূর্ব বেলজিয়ামের হাসপাতালেই নিজের শততম জন্মদিন উদযাপন করেছিলেন। তার চারদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুলিয়া ডিওয়াইল্ড।
ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬,০৯৭। করোনায় মৃত্যুর নিরিখে বিশ্বের আমেরিকা ও ইতালির পরেই রয়েছে ব্রিটেন। গত ২৪ ঘণ্টায় আরও ৪,৪১৯ জনের মৃত্যু হয়েছে। কেয়ার হোমে মৃতদেরও নথিভুক্ত করা হয়েছে।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ছাড়িয়ে গেল। মৃত্যু হয়েছেন ২.২৮ লাখের বেশি। সেরে উঠেছেন ১০ লাখের বেশি মানুষ।
আমেরিকায় গত ২৪ ঘণ্টায় ২,৫০২ জন করোনাভাইরাস আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে মার্কিন মুলুকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০,৮৫৩। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান তুলে ধরে জানাল সংবাদসংস্থা এএফপি।