অতি গভীর নিম্নচাপে পরিণত হল সম্ভাব্য ঘূর্ণিঝড় 'অশনি'। শুধু তাই নয়, তা ক্রমশ গতি বাড়াচ্ছে। শেষ ছ'ঘণ্টায় (সকাল ৮ টা ৩০ মিনিটে) ২০ কিলোমিটার বেগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উপকূলের দিকে এগিয়ে এসেছে। যে গতিটা পূর্ববর্তী ছ'ঘণ্টার থেকে প্রায় দেড় গুণ বেশি। তবে সেই ঘূর্ণিঝড় মায়ানমারের উপকূলের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।
ভারতীয় মৌসম ভবনের সাম্প্রতিক বুলেটিন (বেলা ১২ টা ৩০ মিনিট) অনুয়াযী, ক্রমশ উত্তর দিকে এগিয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় 'অশনি'। যা সকাল ৮ টা ৩০ মিনিটে দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগরের উপর অবস্থান করছে। আপাতত সেই অতি গভীর নিম্নচাপ পোর্ট ব্লেয়ারের পূর্ব ও উত্তর-পূর্বে ১৪০ কিলোমিটার, আন্দামানের মায়াবুন্দরের দক্ষিণ-পূর্বে ১২০ কিলোমিটার এবং মায়ানমারের ইয়াঙ্গনের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৫৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে মৌসম ভবন।
কোথায় স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় 'অশনি'?
মৌসম ভবন জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি অর্জন করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় আন্দামান দ্বীপপুঞ্জ ধরে উত্তর দিকে অগ্রসর হয়ে মায়ানমার উপকূলের দিকে যাবে। তারপর ২৩ মার্চ ভোররাতের দিকে মায়ানমার উপকূলের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।
সম্ভাব্য ঘূর্ণিঝড় 'অশনি'-এর দাপটে বৃষ্টিপাত
মৌসম ভবন জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় উত্তর আন্দামান দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। তবে নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সম্ভাব্য ঘূর্ণিঝড় 'অশনি'-এর দাপটে ঝড়
সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোসাগরে ঘণ্টায় ৫৫-৬৫ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে থাকবে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৭৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। সন্ধ্যা থেকে বাড়বে ঝড়ের তীব্রতা। সেইসময় ঘণ্টায় ৬৫-৭৫ কিলোমিটার বেগে ঝড় বইবে। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৮৫ কিলোমিটারে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে।