বাংলা নিউজ > ঘরে বাইরে > Haryana Violence: হিংসায় অগ্নিগর্ভ হরিয়ানা, আরও বাড়ল মৃতের সংখ্যা, কঠোর পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রী খট্টরের

Haryana Violence: হিংসায় অগ্নিগর্ভ হরিয়ানা, আরও বাড়ল মৃতের সংখ্যা, কঠোর পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রী খট্টরের

হরিয়ানায় হিংসা (ANI)

ধর্মীয় মিছিলকে আটকানোর অভিযোগে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে হরিয়ানার নুহ্‌ এবং গুরুগ্রাম জেলায়। সেই হিংসার ঘটনায় দুই হোমগার্ড সহ অন্তত তিনজনের মৃত্যু ঘটেছে। মৃত হোমগার্ডদের নাম - নীরজ এবং গুরুসেবক। ঘটনায় জখম আরও অন্তত ২০০ জন। এই আবহে হিংসা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।

ভয়াবহ পরিস্থিতি হরিয়ানায়। একটি ধর্মীয় মিছিলকে আটকানোর অভিযোগে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে হরিয়ানার নুহ্‌ এবং গুরুগ্রাম জেলায়। সেই হিংসার ঘটনায় দুই হোমগার্ড সহ অন্তত পাঁচজনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে নুহ্ জেলায়। মৃত হোমগার্ডদের নাম - নীরজ এবং গুরুসেবক। ঘটনায় জখম আরও অন্তত ২০০ জন। এই আবহে হিংসা নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। এক টুইট বার্তায় খট্টর লেখেন, 'সোমবারের ঘটনাটি দুঃখজনক। রাজ্যে শান্তি বজায় রাখার জন্য আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি। দোষীদের কোনও মূল্যেই ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' এদিকে হিংসার আবহে আজ গুরুগ্রামের সমস্ত স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, গতকাল গুরুগ্রামের কাছে নুহ্ জেলায় একটা ধর্মীয় মিছিল হচ্ছিল। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ব্রিজ মণ্ডল জলাভিষেক যাত্রা শুরু হয়েছিল। তখনই গুরুগ্রাম আলওয়ার হাইওয়েতে এই যাত্রা থামান কয়েকজন। এরপরই মিছিলকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। সরকারি ও বেসরকারি গাড়িকে লক্ষ্য পাথর ছোঁড়া হয়। সেই সময় পাশের এক শিবমন্দির চত্বরে আশ্রয় নেন প্রায় ২৫০০ মানুষ। সন্ধ্যার দিকে গুরুগ্রাম সোহনা হাইওয়েতে হিংসা ছড়াতে থাকে। একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার জেরে বেশ কিছু বাড়িঘর, দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। ধর্মস্থানেও হামলা হয়। পুলিশকে লক্ষ্য করেও চলে ইট বৃষ্টি।

অভিযোগ, বজরং দলের এক কর্মী একটি আপত্তিকর ভিডিয়ো পোস্ট করেছিলেন সোশ্য়াল মিডিয়ায়। তারপর থেকেই এনিয়ে শোরগোল ছড়িয়েছিল। ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও রয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের সেই মিছিলে সেই বজরং দল কর্মী থাকবেন বলে দাবি জানিয়েছিলেন। মনু এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কার্যত খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। আর তারপরেই সেই মিছিল আটকানো হয়। মূলত এই বজরং দল কর্মীর জেরেই হিংসা ছড়িয়ে পড়ে। চলে গুলিও। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে হিংসার জেরে দুই হোমগার্ডের মৃত্যু হয়েছে। এরপর থেকেই এলাকায় সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা। এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গুজব এবং প্ররোচনা ঠেকাতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় রুট মার্চ করেছে সশস্ত্র পুলিশ বাহিনী।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

আজ বৃষ্টি ১০ জেলায়, কাল বর্ষা বিদায় নেবে বাংলা থেকে, তারপরে কোথায় বর্ষণ বাড়বে? ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.