HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > Cyclone led to Bangladesh's creation: বেজেছিল পাকিস্তানের মৃত্যুঘণ্টা, ঘূর্ণিঝড়ের হাত ধরে কীভাবে তৈরি হয় বাংলাদেশ?

Cyclone led to Bangladesh's creation: বেজেছিল পাকিস্তানের মৃত্যুঘণ্টা, ঘূর্ণিঝড়ের হাত ধরে কীভাবে তৈরি হয় বাংলাদেশ?

১৯৭০ সালের ১২ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (অধুনা বাংলাদেশ) উপকূলে বিধ্বংসী ঘূর্ণিঝড় 'ভোলা' আছড়ে পড়েছিল। যে ঘূর্ণিঝড়কে পরবর্তীতে বিশ্বের সবথেকে ভয়ংকর ঘূর্ণিঝড়ের তকমা দিয়েছিল ‘ওয়ার্ল্ড মেটরোলজিক্যাল অর্গানাইজেশন’। তার জেরেই প্রশস্ত হয়েছিল বাংলাদেশের তৈরির পথ।

ঘূর্ণিঝড় ভোলায় বিধ্বস্ত হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান, যা বাংলাদেশ গঠনের পথ প্রশস্ত করেছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই ও টুইটার @NawazUAnsari)

দীর্ঘদিন ধিকধিক করে আগুন জ্বলছিল। একটি ঘূর্ণিঝড়েই তা দাবানলে পরিণত হয়েছিল। ঘূর্ণিঝড়ে যেমন উপকূলে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে, জলোচ্ছ্বাস হয়, তেমনভাবেই যেন পুঞ্জীভূত ক্ষোভের ঢেউ আছড়ে পড়েছিল পাকিস্তানের সামরিক সরকারের উপর। আর সেই ঢেউয়ের প্রাবল্য এতটাই ছিল যে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল পাকিস্তান। তৈরি হয় নয়া দেশ- বাংলাদেশ। বিশেষজ্ঞদের বক্তব্য, ১৯৭০ সালের ১২ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (অধুনা বাংলাদেশ) উপকূলে বিধ্বংসী ঘূর্ণিঝড় 'ভোলা' আছড়ে পড়েছিল। যে ঘূর্ণিঝড়কে পরবর্তীতে বিশ্বের সবথেকে ভয়ংকর ঘূর্ণিঝড়ের তকমা দিয়েছিল 'ওয়ার্ল্ড মেটরোলজিক্যাল অর্গানাইজেশন' বা বিশ্ব আবহাওয়া সংস্থা। সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানে গৃহযুদ্ধের পথ প্রশস্ত হয়েছিল। তাতে হার মেনেছিল পশ্চিম পাকিস্তান (অধুনা পাকিস্তান)। ১৯৭১ সালে জন্ম হয় বাংলাদেশের। 

ইতিহাসের পাতা ওলটালে দেখা যাবে, ঘূর্ণিঝড় 'ভোলা'-র দাপটে প্রায় তিন লাখ থেকে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। মূলত তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূল লাগোয়া নীচু এলাকায় জলোচ্ছ্বাস এবং প্রবল ঢেউয়ের জেরে এত মানুষ প্রাণ হারিয়েছিলেন। সমুদ্রে ভেসে গিয়েছিলেন হাজার-হাজার মানুষ। কাদার নীচে চাপা পড়ে গিয়েছিলেন অনেকে। যাঁদের আরও কোনওদিন হদিশ মেলেনি। কেউ-কেউ গাছের ডাল ধরে বাঁচার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। সেইসঙ্গে রাতারাতি ভিটেমাটি হারিয়েছিলেন লাখ-লাখ মানুষ। চোখের পলকে সবকিছু শেষ হয়ে গিয়েছিল। নষ্ট হয়ে গিয়েছিল শস্য। ধ্বংস হয়ে গিয়েছিল একাধিক দ্বীপ। অথচ কোনও মদত করেনি সরকার। 

ভূভাগে ঘূর্ণিঝড়ে আছড়ে পড়ার আগে সরকারের তরফে কার্যত কোনও পদক্ষেপ করা হয়নি। শুধুমাত্র ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’-র আগে রেডিয়ো বার্তায় বারবার 'রেড ৪, রেড ৪' সতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু সেই ‘রেড ৪’ সতর্কতা কেন জারি করা হয়, খায় না মাথায় দেয়, সেই ব্যাখ্যা করা হয়নি। ফলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে নিদেনপক্ষে মানুষ যে বাঁচার চেষ্টা করবেন, সেটাও হয়নি। লাখ-লাখ মানুষকে স্রেফ মরতে ছেড়ে দেওয়া হয়েছিল। শুধু তাজুমুদ্দিন উপজেলায় ৪৫ শতাংশ মানুষ মারা গিয়েছিলেন (মোট জনসংখ্যা ছিল ১৬৭,০০০)। 

অথচ এতকিছুর পরেও কার্যত হাত-পা গুটিয়ে বসেছিল জেনারেল ইয়াহিয়া খানের নেতৃত্বাধীন পশ্চিম পাকিস্তান সরকার। যা নিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের ক্ষোভের আগুন একেবারে আগ্নেয়গিরিতে পরিণত হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, বিংশ শতাব্দীর সবথেকে বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে রাজনৈতিক উথাল-পাতাল শুরু হয়েছিল, সেটাকে কখনও উপেক্ষা করা যায় না। জাত্যাভিমান, স্বতন্ত্র পরিচয়, নিজস্ব সংস্কৃতির লড়াইয়ে অনুঘটক হয়ে দাঁড়িয়েছিল ঘূর্ণিঝড় ‘ভোলা’। তৎকালীন পূর্ব পাকিস্তানকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রদানের জন্য যে আকুতি ছিল, তা গণ-আন্দোলনে পরিণত হয়েছিল।

আরও পড়ুন: 'যে আত্মা বাঘের বাচ্চার মতো বলতে পারে জয় বাংলা'

বিষয়টি নিয়ে ন্যাশনাল আওয়ামি পার্টির মৌলানি আবদুল হামিদ ভাশানি জানিয়েছিলেন, উপকূলবর্তী এলাকার লাখ-লাখ মানুষের প্রাণরক্ষার ক্ষেত্রে যেভাবে পশ্চিম পাকিস্তান সরকার হাত গুটিয়ে বসেছিল, তাতে প্রমাণিত হয়েছিল যে সরকার কতটা অপদার্থ ছিল। হামিদই প্রথম রাজনীতিবিদ ছিলেন, যিনি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকায় পৌঁছে গিয়েছিলেন। তারপর নোয়াখালি জেলায় দাঁড়িয়ে এক সকালের নমাজের সময় ভাশানিরা শপথ নিয়েছিলেন যে পশ্চিম পাকিস্তানের শাসকদের উৎখাত করে ছাড়বেন। নয়া দেশ গড়ে তুলবেন।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের স্মৃতি: 'শরীর টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়'

আওয়ামি লিগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন। ঘূর্ণিঝড়ের পর যে নির্বাচন হয়েছিল (১৯৭০ সালের ১৭ ডিসেম্বর), তাতে বিপুল জয় পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবও। যা পশ্চিম পাকিস্তানের সামরিক সরকারের কাছে বড় ধাক্কা ছিল। স্বভাবতই বঙ্গবন্ধু শেখ মুজিবদের সেই জয় মানতে রাজি হয়নি পশ্চিম পাকিস্তানের সরকার। তার জেরে আরও প্রশস্ত হয়েছিল মুক্তিযুদ্ধের পথ। শেষপর্যন্ত ১৯৭১ সালে ভারতের সহযোগিতায় তৈরি হয়েছিল নয়া দেশ- বাংলাদেশ।

ঘরে বাইরে খবর

Latest News

নিলামে আকাশছোঁয়া দাম উঠল মেসির সঙ্গে ন্যাপকিন পেপারে করা বার্সার চুক্তিপত্রের ওর মাথা ঘুরে গেছে, আমার গাড়িতে হাসপাতালে নিয়ে যাও, ভাষণ থামিয়ে মানবিক মমতা আইপিএলে গত ৯ ম্যাচে কেমন পারফরমেন্স রজত পতিদারের? সুকান্তকে জোড়া শোকজ করল কমিশন, তৃণমূলকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের জের IPL-এর ইতিহাসে সব থেকে বেশি চার মেরেছেন কারা, দেখুন সেরা পাঁচের তালিকা আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো এবার FIR করছি, হিরণের দেওয়া অডিয়ো ক্লিপ নিয়ে পাল্টা দিলেন দেব, ২৩ তারিখ ধমাকা! দেশে ফিরেই হাসপাতালে ভর্তি হবেন ঐশ্বর্য, কান মাতানো রাই সুন্দরীর কব্জি ভেঙেছে! ১.৩ হাজারের বেশি পাক-শরণার্থীর CAAর জন্য আবেদন সীমান্তের এই রাজ্যে! পঞ্চম দফায় ৩৩ শতাংশ প্রার্থী কোটিপতি, কত সম্পত্তি রয়েছে পীযূষ গোয়েলের?

Latest IPL News

আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ