বাংলা নিউজ > ঘরে বাইরে > Kavach and Coromandel Express Accident অভিশপ্ত রুটে ছিল না ‘কবজ’ প্রযুক্তি, কীভাবে ঠেকাতে পারত করমণ্ডলের দুর্ঘটনা?

Kavach and Coromandel Express Accident অভিশপ্ত রুটে ছিল না ‘কবজ’ প্রযুক্তি, কীভাবে ঠেকাতে পারত করমণ্ডলের দুর্ঘটনা?

ভয়াবহ দুর্ঘটনা ওড়িশার বালাসোরে। (ছবি সৌজন্যে রয়টার্স)

‘কবচ' প্রযুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে, যা বিভিন্ন বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে লোকো পাইলটকে আগেভাগেই সতর্ক করে দেবে। যদি সিগন্যালের তোয়াক্কা না করে এগিয়ে যায় ট্রেন, নির্ধারিত সীমার বেশি গতিতে ট্রেন দৌড়ায় বা ঘন কুয়াশার মতো প্রতিকূল পরিস্থিতিতে ট্রেন দৌড়ানো নিয়ে লোকো পাইলটকে সহায়তা করে থাকে।

‘কবচ’ প্রযুক্তি কি তাহলে ব্যর্থ হল? ‘কবচ’ প্রযুক্তি কি কাজ করল না? ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পর নানা মহলে সেই প্রশ্নই উঠতে শুরু করেছিল। তবে ভারতীয় রেলে তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ওই অভিশপ্ত রুটে ‘কবচ’ প্রযুক্তি ছিল না। যে প্রযুক্তি থাকলে এত বড় দুর্ঘটনা ঘটত না বলে সংশ্লিষ্ট মহলের মত। ওই মহলের মতে, বিপর্যয়ের আগেই সম্ভবত থেমে যেত আপ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। 

শুক্রবার সন্ধ্যায় বালাসোরে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তাতে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রচুর মানুষ। ভারতীয় রেলের তরফে সরকারিভাবে না জানানো হলেও নাম গোপন রাখার শর্তে রেলকর্তারা জানিয়েছেন, বাহানগা বাজার স্টেশন পেরিয়ে মেন লাইনের জায়গায় লুপ লাইনে ঢুকে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। তারপরই ধাক্কা মারে একটি মালগাড়িকে। লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি। সেই বগিতে ধাক্কা লেগে আবার উলটো দিক থেকে আসা ডাউন ১২৮৬৪ SMVT বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

সেই ভয়াবহ দুর্ঘটনার পর যে উদ্ধারকাজ শুরু হয়, তা আজ দুপুরে শেষ হয়েছে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় রেলের মুখপাত্র অমিতাভ শর্মা বলেছেন যে 'উদ্ধারকাজ শেষ হয়ে গিয়েছে। আমরা পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু করছি। তবে ওই রুটে কবচ প্রযুক্তি ছিল না।' যে ‘কবচ' প্রযুক্তি থাকলে এত বড় দুর্ঘটনা এড়ানো যেত বলে সংশ্লিষ্ট মহলের মত। বেঘোরে প্রাণ যেত না এত মানুষের। 

আরও পড়ুন: Odisha Train accident: ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় উদ্ধারকাজে নামল বায়ুসেনার Mi17 হেলিকপ্টার

এই ‘কবচ' প্রযুক্তি কী? 

২০২২ সালের ২৩ মার্চ সেই ‘কবচ' প্রযুক্তির ঘোষণা করেছে ভারতীয় রেল। ভারতের ট্রেন পরিষেবার সুরক্ষা বাড়াতে দেশীয় প্রযুক্তির ‘অটোমেটিক ট্রেন প্রোটেকশন’ (এটিপি) সিস্টেম তৈরি করা হয়। রিসার্চ ডিজাইনস অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের (আরডিএসও) তত্ত্বাবধানে তৈরি করা হয় সেই নয়া প্রযুক্তি। যা ভারতীয় রেলের ‘জাতীয় অটোমেটিক ট্রেন প্রোটেকশন’ হিসেবে গৃহীত হয়।

আরও পড়ুন: Coromandel Express Accident Reason: মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকে যায় করমণ্ডল, যান্ত্রিক ত্রুটি না ড্রাইভারের ভুল?

‘কবচ' প্রযুক্তি এমনভাবে তৈরি করা হয়েছে, যা বিভিন্ন বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে লোকো পাইলটকে আগেভাগেই সতর্ক করে দেবে। যদি সিগন্যালের তোয়াক্কা না করে এগিয়ে যায় ট্রেন, নির্ধারিত সীমার বেশি গতিতে ট্রেন দৌড়ায় বা ঘন কুয়াশার মতো প্রতিকূল পরিস্থিতিতে ট্রেন দৌড়ানো নিয়ে লোকো পাইলটকে সহায়তা করে থাকে। ওরকম বিপজ্জনক ক্ষেত্রে লোকো পাইলটকে সতর্কবার্তা পাঠায় 'কবচ' প্রযুক্তি। একই লাইনে দুটি নির্ধারিত দূরত্বের মধ্যে দুটি ট্রেন চলে আসে, তাহলে ব্রেক কষে দিতে পারে এবং ট্রেনকে পুরো থামিয়ে দিতে পারে।

দক্ষিণ-মধ্য রেলের লিঙ্গমপল্লি-বিক্রাবাদ-ওয়াদি এবং বিক্রাবাদ-বিদার শাখায় কবচ প্রযুক্তির ট্রায়াল হয়েছিল। ২৫০ কিলোমিটারের দূরত্বে সেই ট্রায়াল রান সফল হওয়ার পর ভারতীয় রেলের নেটওয়ার্কে সেই প্রযুক্তি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৪ সালের মার্চের মধ্যে নয়াদিল্লি-হাওড়া এবং নয়াদিল্লি-মুম্বই লাইনে করব প্রযুক্তি চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে রেল। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

ঘরে বাইরে খবর

Latest News

এবারের মতো আইপিএল থেকে বিদায় CSK-র, লম্বা লাফ দিয়ে এলিমিনেটরে কোহলিরা পাক সেনার ৯ গুলি খেয়েও হার মানেনি! চান্দু চ্যাম্পিয়নের বায়োপিকে কার্তিক আরয়ান রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? HT-তে মুখ খুললেন প্রিয়াঙ্কা CAA-র অধীন নাগরিকত্ব প্রাপ্ত পাকিস্তানি শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর গ্রেফতার বিভব! আপ বলছে 'ভুয়ো মামলা', দল 'U Turn' নিয়েছে-ক্ষোভ স্বাতীর বিজেপির প্রকল্পে ১,১৪০ কোটি টাকার ক্ষতি! নিজের সরকারকেই অভিযুক্ত করলেন মন্ত্রী ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, এই বছরেই সই হবে চুক্তি জুতো ছিঁড়তে নিজেই সেফটিপিন দিয়ে করলেন ঠিক, 'মাটির মানুষ' মমতায় আপ্লুত নেটপাড়া উপহারের নামে প্রতারণা! ইনস্টাগ্রামে ভাই সেজে ২ লক্ষ টাকা ঠকিয়ে নিল ব্যক্তি

Latest IPL News

রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.