বাংলা নিউজ > ঘরে বাইরে > Smriti Irani slams Gandhis on Adani: 'ছেলেকে সেট করো, আর জামাইকে…', সংসদে রবার্ট-আদানির ছবি দেখিয়ে গান্ধীদের তোপ স্মৃতির

Smriti Irani slams Gandhis on Adani: 'ছেলেকে সেট করো, আর জামাইকে…', সংসদে রবার্ট-আদানির ছবি দেখিয়ে গান্ধীদের তোপ স্মৃতির

স্মৃতি ইরানি

গত বাজেট অধিবেশনে রাহুল গান্ধী সংসদে আদানি ও মোদীর ছবি দেখিয়ে বিজেপি সরকারকে তোপ দেগেছিলেন রাহুল। আর আজ তাঁর ভগ্নিপতির সঙ্গে আদানির ছবি দেখালেন স্মৃতি ইরানি। হলদিয়া বন্দর, গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে রাজস্থান, ছত্তিশগড়ের প্রকল্প নিয়ে বিরোধীদের পালটা তোপ দাগেন স্মৃতি।

আদানিকে নিয়ে রাহুল গান্ধী বরাবরই বিজেপিকে তোপ দেগে এসেছেন। আজও সংসদে অনাস্থা প্রস্তাবের পক্ষে নিজের বক্তব্যে আদানি নিয়ে খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী। আর তার জবাবে আজ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরার সঙ্গে গৌতম আদানির ছবি দেখান স্মৃতি ইরানি। সঙ্গে একাধিক কংগ্রেস ও বিরোধী শাসিত রাজ্যের প্রকল্পের উল্লেখ করে আদানি নিয়ে গান্ধী পরিবারকেই আক্রমণ শানান কেন্দ্রীয় মন্ত্রী। হলদিয়া বন্দর, গুজরাটের মুন্দ্রা বন্দর থেকে রাজস্থান, ছত্তিশগড়ের প্রকল্প নিয়ে বিরোধীদের পালটা তোপ দাগেন স্মৃতি। এর আগে গত বাজেট অধিবেশনে রাহুল গান্ধী সংসদে আদানি ও মোদীর ছবি দেখিয়ে বিজেপি সরকারকে তোপ দেগেছিলেন রাহুল। আর আজ তাঁর ভগ্নিপতির সঙ্গে আদানির ছবি দেখালেন স্মৃতি ইরানি। 

আজ স্মৃতি ইরানি আদানি ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ শানিয়ে বলেন, '১৯৯৩ সালে মুন্দ্রা বন্দরের জন্য যে জমি দেওয়া হয়েছিল, তা তো কংগ্রেস সরকার দিয়েছিল। সেই সময় গুজরাটে ও কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল। তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? তখনকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ইউপিএ জমানায় এই আদানিকেই ৭২ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল সেই টাকা? রাজস্থানে কংগ্রেসের অশোক গেহলটের সরকার ৬০ হাজার কোটির সমঝোতা করে নিল। কেরলে আদানিকে বন্দরের জন্য জমি দেওয়া হয়েছে। বাংলায় হলদিয়া বন্দরের বরাত দেওয়া হয়েছে। ছত্তিশগড়ে আদিবাসীদের আপত্তি সত্ত্বেও আদানিকে কাজের বরাত ও জমি দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে?' স্মৃতি আদানি ইস্যুকে গান্ধী পরিবারকে আক্রমণ শানিয়ে বলেন, ‘তাদের নীতি হল, ছেলেকে সেট করো, আর জামাইকে ভেট (উপহার) দাও।’

এর আগে সাংসদ পদ ফিরে পাওয়ায় স্পিকার ওম বিড়লাকে ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়েও আদানি ইস্যুতে বিজেপিকে খোঁচা দিয়েছিলেন রাহুল গান্ধী। অনাস্থা প্রস্তাবের পক্ষে বলতে উঠে আজ রাহুল বলেন, 'স্পিকার স্যার, আমাকে লোকসভার সাংসদ হিসেবে পুনর্বহাল করার জন্য প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি যখন শেষবার কথা বলেছিলাম, সম্ভবত আমি আপনাকে কষ্ট দিয়েছিলাম। কারণ আমি সেদিন আদানিকে কেন্দ্র করে কথা বলেছিলাম। হয়তো আপনার সিনিয়র নেতারা তাতে ব্যথা পেয়েছিলেন। সেই ব্যথা আপনার উপরও প্রভাব ফেলতে পারে। আমি তার জন্য আপনার কাছে ক্ষমাপ্রার্থী। কিন্তু আমি যা বলেছি, সত্যি বলেছি। আজ আমার বিজেপির বন্ধুদের ভয় পাওয়ার দরকার নেই কারণ আমার আজকের বক্তৃতা আদানিকে নিয়ে নয়।'

বন্ধ করুন