ক্রমেই কলকাতা মেট্রোর শাখা প্রশাখা ছড়িয়ে পড়ছে শহরের বিভিন্ন প্রান্তে। এমনকী শহর ছাড়িয়ে গঙ্গার নীচ দিয়ে তা পৌঁছে গিয়েছে হাওড়াতেও। এরই মধ্যে মেট্রো নিয়ে উঠল গুরুতর অভিযোগ। যা নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ। আশঙ্কা করা হচ্ছে, এই পরিস্থিতিতে যে কোনও সময়ে বিপত্তিও ঘটতে পারে।
1/6 ১৫ মার্চ থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে ধারাবাহিক ভাবে ভিড় দেখা গিয়েছে। হাওড়া থেকে এসপ্ল্যানেডের এই মেট্রো রুট বেশ জনপ্রিয় হয়েছে। নিত্যযাত্রীদের খুবই উপকার হয়েছে এই রুটে মেট্রো চলাচল শুরু হওয়ায়। তবে এই রুটে মেট্রো চলাচল শুরুর এক মাস হতে না হতেই দেখা দিয়েছে এক সমস্যা। তবে শুধু এই লাইনেই নয়, নর্থ-সাউথ লাইনেও এই একই সমস্যা দেখা যাচ্ছে।
2/6 বিভিন্ন ক্ষেত্রে যাত্রীরা অভিযোগ করছেন, অপরিচ্ছন্নতার নিরিখে মেট্রো ক্রমেই লোকাল ট্রেনকে পাল্লা দিতে শুরু করেছে। এসপ্ল্যানেডে নর্থ-সাউথ লাইন থেকে হাওড়ার মেট্রো ধরতে যাওয়ার জন্যে যে প্যাসেজ তৈরি হয়েছে, সেখানেও নোংরা দেখা যাচ্ছে। কয়েকদিন আগেও যত্রতত্র বোতল বা চিপসের প্যাকেট, পানের ফিক ফেলতে দেখা গিয়েছে যাত্রীদের। এই নিয়ে যাত্রীদের সচেতন করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
3/6 এরই মাঝে আবার নর্থ-সাউথ লাইনেও নাকি অপরিচ্ছন্নতা দিনকে দিন বাড়ছে। অভিযোগ, অনেক সময় মেট্রো রেকের মধ্যেই বোতল বা খাবারের প্যাকেট ফেলা হচ্ছে। অনেক সময় আবার বিদ্যুৎ পরিবাহী উচ্চক্ষমতার থার্ড লাইনেও নোংরা ফেলছে যাত্রীরা। এর জেরে লাইনে শর্ট সার্কিট হতে পারে। ঘটতে পারে বড়সড় বিপদ।
4/6 এই আবহে এই সময়কে মেট্রো রেলের এক আধিকারিক জানান, স্টেশনে ময়লা আবর্জনা ফেললে বা থুতু ফেললে ৫০০ টাকার জরিমানার সংস্থান আছে। তবে যে যাত্রীরা নিয়মিত ভ্রমণ করেন তারা পরিচ্ছন্নতা নিয়ে সচেতন। এই আবহে এত বছরে সেভাবে কোনও জরিমানা নেওয়া হত না। তবে নয়া শাখা প্রশাখা খোলার পরে অপরিচ্ছন্নতার সমস্যা দেখা দিয়েছে। এই আবহে মেট্রো রেল কর্তৃপক্ষ কী করবে?
5/6 জানা গিয়েছে, মেট্রো স্টেশন ও প্ল্যাটফর্ম পরিস্কার রাখতে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ। স্টেশনের টিভি, বিভিন্ন ডিসপ্লে বোর্ড এবং ট্রেনের কামরায় ডিজিটাল বোর্ডে এই নিয়ে বার্তা দেখানো হচ্ছে। এছাড়া কড়া পদক্ষেপের কথাও ভাবা হচ্ছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ক'দিন আগেই এই বিষয়ে জানিয়েছিলেন, এর জন্য বিশেষ বাহিনী তৈরি করা হয়েছে। যাত্রীদের উপরে নজর রাখবে এই বাহিনী।
6/6 মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, স্টেশনে কাউকে থুতু কিংবা আবর্জনা ফেলতে দেখলেই সঙ্গে সঙ্গে ৫০০ টাকা জরিমানা করা হবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সব ক’টি স্টেশনেই আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন রয়েছে। তবে সেই বিন ব্যবহার না করে কেউ স্টেশন নোংরা করলে কড়া পদক্ষেপ করা হবে। কারণ এর জেরে যাত্রী সুরক্ষাও বিঘ্নিত হতে পারে।