গত কয়েকদিন পশ্চিমবঙ্গে কার্যত বৃষ্টি হচ্ছে না। আবহাওয়া শুষ্ক থাকছে। সেই পরিস্থিতিতে বেশ গরমও লাগছে। বৃহস্পতিবার কি স্বস্তি আনবে বৃষ্টি? আর দুর্গাপুজোর সপ্তাহের শুরুর দিকে (মঙ্গলবার পর্যন্ত) কেমন আবহাওয়া থাকবে? কোন জেলায় কতটা বৃষ্টি হবে, তা দেখে নিন।
1/5 বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। মঙ্গলবারও আবহাওয়ার খুব একটা হেরফের হবে না। (ছবি সৌজন্যে পিটিআই)
3/5 শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হবে। বাকি ছ'টি জেলায় (জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা) বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। শুষ্ক থাকবে আবহাওয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস)
4/5 বৃহস্পতিবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে? বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বেশ গরম থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির আশপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
5/5 রাজ্যে কি আরও গরম বাড়বে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত রাজ্যের তাপমাত্রার কোনও হেরফের হবে না। যেমন তাপমাত্রা আছে, সেরকমই থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। (ছবি সৌজন্যে, সমীর জানা/হিন্দুস্তান টাইমস)