HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > IND vs WI 1st Test: একাই ৭ উইকেট নিলেন অশ্বিন, ওয়েস্ট ইন্ডিজকে ইনিংসে হারাল ভারত

IND vs WI 1st Test: একাই ৭ উইকেট নিলেন অশ্বিন, ওয়েস্ট ইন্ডিজকে ইনিংসে হারাল ভারত

India vs West Indies 1st Test Day 3 Live Score: দুই ইনিংস মিলিয়ে ১২টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন, তিন দিনেই ওয়েস্ট ইন্ডিজকে ইনিংসের ব্যবধানে পরাজিত করে টিম ইন্ডিয়া।

উইকেট নেওয়ার পরে অশ্বিনকে অভিনন্দন উনাদকাটের। ছবি- এএফপি।

ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের শুরু থেকে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখে ভারত। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে সস্তায় গুটিয়ে দেয় টিম ইন্ডিয়া। পালটা ব্যাট করতে নেমে ভারত প্রথম ইনিংসের নিরিখে বড় রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসেও ব্যটিং ব্যর্থতা জারি থাকে ক্যারিবিয়ানদের। অশ্বিনের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস ধসে যায় নিতান্ত কম রানে। রোহিতরা তিন দিনেই প্রথম টেস্ট জিতে নেন এক ইনিংসের ব্যবধানে।

15 Jul 2023, 03:03 AM IST

ম্যাচের গতিপ্রকৃতি

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১৫০ রানে। পালটা ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৪২১ রান তোলে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৩০ রানে গুটিয়ে যায়।

15 Jul 2023, 03:01 AM IST

ম্যাচের সেরা যশস্বী

অশ্বিন প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৭টি উইকেট নিলেও তাঁকে টপকে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন যশস্বী জসওয়াল। অভিষেককারী যশস্বী ১৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮৭ বলে ১৭১ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদেই প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার হাতে তোলেন।

15 Jul 2023, 02:44 AM IST

অশ্বিনের ৭ উইরকেট, ইনিংসে জয় ভারতের

৫০.৩ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জোমেল ওয়ারিকান। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৮ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ১৩০ রানে অল-আউট হয়ে যায়। হোল্ডর ১টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। ভারত এক ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে। অশ্বিন ২১.৩ ওভার বল করে ৭টি মেডেন-সহ ৭১ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন। সুতরাং, দুই ইনিংস মিলিয়ে অশ্বিন ১২টি উইকেট নেন। জাদেজা দ্বিতীয় ইনিংসে ৩৮ রানে ২টি উইকেট পকেটো পেরেন।

15 Jul 2023, 02:40 AM IST

৫০ ওভারের খেলা শেষ

৫০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯ উইকেটে ১২৯ রান। জেসন হোল্ডার ১৯ ও জোমেল ওয়ারিকান ১৮ রানে ব্যাট করছেন। ১৪২ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

15 Jul 2023, 02:28 AM IST

রোচকে বোল্ড করলেন অশ্বিন

একই ওভারে জোড়া উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৪৬.৪ ওভারে অশ্বিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কেমার রোচ। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজ ১০৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোমেল ওয়ারিকান। ৪৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৯ উইকেটে ১১৫ রান। এখনও ১৫৬ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ান দল।

15 Jul 2023, 02:23 AM IST

৫ উইকেট অশ্বিনের

প্রথম ইনিংসের পরে দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট দখল করেন রবিচন্দ্রন অশ্বিন। ৪৬.১ ওভারে অশ্বিনের বলে শুভমন গিলের হাতে ধরা পড়েন রাকিম কর্নওয়াল। ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ৪ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে দলগত ১০৮ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেমার রোচ।

15 Jul 2023, 02:20 AM IST

চাপ বাড়ছে ওয়েস্ট ইন্ডিজের

৪৬ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৭ উইকেটে ১০৮ রান। ১৬৩ রানে পিছিয়ে রয়েছে তারা। জেসন হোল্ডার ১৭ রানে ব্যাট করছেন। কর্নওয়াল অপরাজিত রয়েছেন ৪ রানে।

15 Jul 2023, 02:09 AM IST

অশ্বিনের চতুর্থ শিকার জোসেফ

৪২.৩ ওভারে অশ্বিনের বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে শুভমন গিলের হাতে ধরা পড়েন আলজারি জোসেফ। ১টি ছক্কার সাহায্যে ২৩ বলে ১৩ রান করে মাঠ ছাড়েন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ১০০ রানের মাথায় ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রাকিম কর্নওয়াল।

15 Jul 2023, 02:05 AM IST

১০০ ছুঁল ওয়েস্ট ইন্ডিজ

৪২তম ওভারে দ্বিতীয় ইনিংসে ১০০ ছুঁল ওয়েস্ট ইন্ডিজ। তাদের স্কোর ৬ উইকেটে ১০০ রান। সুতরাং, এখনও ১৭১ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ান দল। হোল্ডার ও জোসেফ উভয়েই ব্যক্তিগত ১৩ রানে ব্যাট করছেন।

15 Jul 2023, 01:59 AM IST

৪০ ওভারের খেলা শেষ

৪০ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৬ উইকেটে ৯২ রান। আলজারি জোসেফ ১টি ছক্কার সাহায্যে ১৩ বলে ১১ রান করেছেন। ৭ রানে ব্যাট করছেন জেসন হোল্ডার।

15 Jul 2023, 01:47 AM IST

অশ্বিনের তৃতীয় শিকার আথানাজে

৩৬.২ ওভারে অশ্বিনের বলে যশস্বী জসওয়ালের হাতে ধরা পড়েন আলিক আথানাজে। ৪৪ বলে ২৮ রান করেন তিনি। মারেন ৫টি চার। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৭৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলজারি জোসেফ। ৩৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৬ উইকেটে ৮০ রান। অশ্বিন ৩৭ রানে ৩টি উইকেট নিয়েছেন।

15 Jul 2023, 01:39 AM IST

ব্যাট চালাচ্ছেন আথানাজে

৩৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ৭৬ রান। ২৭ রানে ব্যাট করছেন আথানাজে। ৩ রানে ব্যাট করছেন জেসন হোল্ডার। এখনও ১৯৫ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

15 Jul 2023, 01:11 AM IST

সিরাজের শিকার জোশুয়া

২৯.৩ ওভারে মহম্মদ সিরজের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন জোশুয়া ডা'সিলভা। ১টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ১৩ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জেসন হোল্ডার। ৩০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ৬০ রান। তারা এখনও ২১১ রানে পিছিয়ে রয়েছে।

15 Jul 2023, 12:54 AM IST

আথানাজের ক্যাচ ছাড়লেন যশস্বী

২৪.৪ ওভারে অশ্বিনের বলে শর্ট লেগে আথানাজের ক্যাচ ছাড়েন যশস্বী জসওয়াল। আথানাজে তখন ১ রানে ব্যাট করছিলেন। ২৫ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৪৮ রান। জোশুয়া ১১ ও আথানাজে ৫ রানে ব্যাট করছেন।

15 Jul 2023, 12:43 AM IST

জাদেজার শিকার রেমন

২১.১ ওভারে জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন রেমন রেইফার। ২টি বাউন্ডারির সাহায্যে ৪১ বলে ১১ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৩২ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বসে। ব্যাট করতে নামেন জোশুয়া ডা'সিলভা। ২২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ৩৪ রান। অশ্বিন ১৪ রানে ২ উইকেট নিয়েছেন। ১৫ রানে ২ উইকেট নিয়েছেন জাদেজা।

15 Jul 2023, 12:38 AM IST

ব্ল্যাকউডকে ফেরালেন অশ্বিন

চায়ের বিরতির পরে দিনের তৃতীয় সেশনের খেলা শুরু হওয়া মাত্রই ওয়েস্ট ইন্ডিজ জার্মাইন ব্ল্যাকউডের উইকেট হারিয়ে বসে। ২০.৩ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ব্ল্যাকউড। ৮ বলে ৫ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ৩২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আলিক আথানাজে।

15 Jul 2023, 12:13 AM IST

তৃতীয় দিনের চায়ের বিরতি

প্রথম ইনিংসের নিরিখে ২৭১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিনের চায়ের বিরতিতে ২ উইকেট হারিয়ে ২৭ রান তুলেছে। তারা এখনও ২৪৪ রানে পিছিয়ে রয়েছে। রেমন ৭ ও ব্ল্যাকউড ৪ রানে ব্যাট করছেন। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন অশ্বিন ও জাদেজা।

15 Jul 2023, 12:04 AM IST

ব্রাথওয়েটকে ফেরালেন অশ্বিন

১৬.৫ ওভারে অশ্বিনের বলে রাহানের হাতে ধরা পড়েন ক্রেগ ব্রাথওয়েট। ৪৭ বলে ৭ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে দলগত ২২ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বসে। ব্যাট করতে নামেন জার্মাইন ব্ল্যাকউড। ১৭ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ২৩ রান।

14 Jul 2023, 11:41 PM IST

চন্দ্রপলকে ফেরালেন জাদেজা

৯.৪ ওভারে জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তেজনারায়ন চন্দ্রপল। ১টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ৭ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রেমন রেইফার।

14 Jul 2023, 11:36 PM IST

ব্রাথওয়েটের ক্যাচ ছাড়লেন ইশান

পেসারদের দিয়ে মাত্র ৪ ওভার বল করিয়েই স্পিন আক্রমণ শানায় ভারত। একদিক দিয়ে অশ্বিন ও অন্য প্রান্ত দিয়ে জাদেজা বোলিং শুরু করেন। ৭.৪ ওভারে জাদেজার বলে ব্রাথওয়েটের ক্যাচ ছাড়েন ইশান কিষান। ৯ ওভার শেষে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের স্কোর বিনা উইকেটে ৭ রান।

14 Jul 2023, 11:22 PM IST

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস শুরু

তেজনারায়ন চন্দ্রপলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ক্যাপ্টেন ক্রেগ ব্রাথওয়েট। সিরাজের প্রথম ওভারে কোনও রান তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভারে উনাদকাটের প্রথম বলে ১ রান নিয়ে খাতা খোলেন চন্দ্রপল। চার ওভার শেষে ক্যারিবিয়ানদের স্কোর বিনা উইকেটে ৩ রান।

14 Jul 2023, 10:54 PM IST

প্রথম ইনিংস ডিক্লেয়ার করল ভারত

১৫২.২ ওভারে আলজারি জোসেফের বলে ১ রান নিয়ে ইশান কিষান টেস্ট কেরিয়ারের খাতা খোলার পরেই ভারত প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ৫ উইকেটে ৪২১ রান তুলে ব্যাট ছেড়ে দেয় ভারত। সুতরাং প্রথম ইনিংসের নিরিখে ওয়েস্ট ইন্ডিজের থেকে ২৭১ রানে এগিয়ে থাকে টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাদেজা ৮২ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ২০ বলে ১ রান করে অপরাজিত থাকেন ইশান কিষান।

14 Jul 2023, 10:41 PM IST

১৫০ ওভারের খেলা শেষ

১৫০ ওভার শেষে ভারত তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৪১৩ রান সংগ্রহ করেছে। ৭২ বলে ৩০ রান করেছেন রবীন্দ্র জাদেজা। ভারতের হাতে লিড রয়েছে ২৬৩ রানের।

14 Jul 2023, 10:25 PM IST

বিরাট কোহলি আউট

১৪৫.২ ওভারে কর্নওয়ালের বলে আথানাজের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৮২ বলে ৭৬ রান করে সাজঘরে ফেরেন কোহলি। ভারত ৪০৫ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ইশান কিষান।

14 Jul 2023, 10:13 PM IST

দ্বিতীয় সেশনের শুরুতেই জীবনদান পেলেন কোহলি

লাঞ্চের পরে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শুরু। কেমার রোচের প্রথম ওভারেই জীবনদান পান কোহলি। ১৪২.৫ ওভারে কোহলির সহজ ক্যাচ ছাড়েন কিপার জোশুয়া। বিরাট তখন ৭২ রানে ব্যাট করছিলেন। এই নিয়ে দ্বিতীয়বার জীবনদান পেলেন বিরাট। ৪০ রানের মাথায় কোহলি প্রথমবার জীবনদান পান ব্রাথওয়েটের হাত থেকে। ১৪৩ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৪০২ রান। কোহলি ৭৪ রানে ব্যাট করছেন।

14 Jul 2023, 09:31 PM IST

লাঞ্চের বিরতিতে ৪০০ ছুঁল ভারত

ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় দিনের লাঞ্চে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৪০০ রান তুলেছে। তারা সাকুল্যে ১৪২ ওভার ব্যাট করেছে। বিরাট কোহলি ৫টি বাউন্ডারির সাহায্যে ১৭০ বলে ৭২ রান করেছেন। রবীন্দ্র জাদেজা ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫২ বলে ২১ রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনও পর্যন্ত ১টি করে উইকেট নিয়েছেন আলিক আথানাজে, জোমেল ওয়ারিকান, আলজারি জোসেফ ও কেমার রোচ। ভারতের হাতে লিড রয়েছে ২৫০ রানের।

14 Jul 2023, 09:18 PM IST

রানের গতি বাড়ানোর চেষ্টায় ভারত

১৩৫.১ ওভারে আথানাজেকে ছক্কা হাঁকান জাদেজা। ১৩৭.৫ ওভারে আথানাজের বলে চার মারেন কোহলি। ১৩৮.১ ওভারে ব্রাথওয়েটের বলে আরও ১টি চার মারেন বিরাট। ১৩৯ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৮৫ রান। কোহলি ৬৪ ও জাদেজা ১৪ রানে ব্যাট করছেন। ভারতের হাতে লিড রয়েছে ২৩৫ রানের।

14 Jul 2023, 09:05 PM IST

২১৪ রানে এগিয়ে ভারত

১৩৫ ওভার শেষে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার স্কোর ৪ উইকেটে ৩৬৪ রান। ভারতের হাতে লিড রয়েছে ২১৪ রানের। কোহলি ৫৩ ও জাদেজা ৪ রানে ব্যাট করছেন।

14 Jul 2023, 08:48 PM IST

বিরাট কোহলির হাফ-সেঞ্চুরি

মাত্র ২টি বাউন্ডারির সাহায্যে ১৪৭ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন বিরাট কোহলি। ১৩১ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৫৭ রান। ভারতের হাতে লিড রয়েছে ২০৭ রানের। কোহলি ৫০ রানে ব্যাট করছেন।

14 Jul 2023, 08:44 PM IST

অজিঙ্কা রাহানে আউট

১২৯.১ ওভারে কেমার রোচের বলে জার্মাইন ব্ল্যাকউডের হাতে ক্যাচ প্র্যাক্টিস দিয়ে সাজঘরে ফেরেন অজিঙ্কা রাহানে। ১১ বলে ৩ রান করে মাঠ ছাড়েন ভারতের ভাইস ক্যাপ্টেন। ভারত দলগত ৩৫৬ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। ১৩০ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৪ উইকেটে ৩৫৬ রান।

14 Jul 2023, 08:27 PM IST

যশস্বী জসওয়াল আউট

যেভাবে ব্যাট করছিলেন, ডাবল সেঞ্চুরি নিশ্চিত দেখাচ্ছিল। তবে মুহূর্তের ভুলে সেই সুযোগ হাতছাড়া হয় জসওয়ালের। ১২৫.৬ ওভারে আলজারি জোসেফের বলে উইকেটকিপার জোশুয়ার দস্তানায় ধরা পড়েন যশস্বী। সাজঘরে ফেরার আগে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ৩৮৭ বলের অনবদ্য ইনিংসে যশস্বী ১৬টি চার ও ১টি ছক্কা মারেন। ভারত দলগত ৩৫০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে।

14 Jul 2023, 08:20 PM IST

ইনিংসের প্রথম ছক্কা যশস্বীর, ২০০ ছুঁল ভারতের লিড

১২৪.১ ওভারে ওয়ারিকানের বলে ছক্কা হাঁকান যশস্বী জসওয়াল। তাঁর ইনিংসের এটি প্রথম ছক্কা। ১২৫ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ২ উইকেটে ৩৫০ রান। সুতরাং, ভারতের হাতে লিড রয়েছে ২০০ রানের। যশস্বী ১৭১ রানে ব্যাট করছেন। কোহলি ব্যাট করছেন ৪৬ রানে।

14 Jul 2023, 08:07 PM IST

হাফ-সেঞ্চুরির দোরগোড়ায় কোহলি

১২২ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ২ উইকেটে ৩৩৬ রান। ওভারের শেষ বলে রান-আউট হতে হতে বাঁচেন বিরাট। তিনি ৪৬ রানে ব্যাট করছেন। যশস্বী অপরাজিত রয়েছেন ১৫৭ রানে। ভারতের হাতে লিড রয়েছে ১৮৬ রানের।

14 Jul 2023, 07:54 PM IST

জীবনদান পেলেন কোহলি

১১৮.৩ ওভারে ওয়ারিকানের বলে ব্রাথওয়েটের হাত থেকে জীবনদান পেলেন বিরাট কোহলি। বিরাট ৪০ রানে ব্যাট করছেন। ১১৯ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩২৬ রান। যশস্বী ব্যাট করছেন ১৫৩ রানে।

14 Jul 2023, 07:44 PM IST

১৫০ পূর্ণ করলেন যশস্বী

তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেকেই ১৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেললেন যশস্বী জসওয়াল। ১৫টি বাউন্ডারির সাহায্যে ৩৬০ বলে ১৫০ রান করেন জসওয়াল। তাঁর আগে শিখর ধাওয়ান ও রোহিত শর্মা এই কৃতিত্ব অর্জন করেছেন। ১১৬ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩২১ রান।

14 Jul 2023, 07:31 PM IST

তৃতীয় দিনের খেলা শুরু

তৃতীয় দিনে পুনরায় ব্যাট করতে নামেন গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান যশস্বী জসওয়াল ও বিরাট কোহলি। দিনের প্রথম ওভার বল করতে আসেন জেসন হোল্ডার। চতুর্থ বলে ১ রান নিয়ে স্কোরবোর্ড চালু করেন যশস্বী। ১১৪ ওভার শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ২ উইকেটে ৩১৫ রান। ভারতের হাতে লিড রয়েছে ১৬৫ রানের। যশস্বী ১৪৪ ও কোহলি ৩৮ রানে ব্যাট করছেন।

14 Jul 2023, 07:28 PM IST

ডাবল সেঞ্চুরি করতে পারবেন যশস্বী?

দলীপ থেকে ইরানি ট্রফি, অভিষেকেই ডাবল সেঞ্চুরি করা অভ্যাসে পরিণত করেছেন যশস্বী জসওয়াল। টেস্ট অভিষেকেও কি সেই ধারা বজায় রাখতে পারবেন তিনি? ডমিনিকায় যশস্বীর দু'শো রানে পৌঁছনোর সুবর্ণ সুযোগ রয়েছে।

14 Jul 2023, 07:09 PM IST

শতরানে পৌঁছতে পারবেন কোহলি?

বিরাট কোহলি শেষবার বিদেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি করেন ২০১৮ সালের ডিসেম্বরে পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সুতরাং, প্রায় ৫ বছর দেশের বাইরে কোনও টেস্ট সেঞ্চুরি করেননি তিনি। ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন অঙ্কে পৌঁছে সেই খরা কাটাতে পারবেন কোহলি?

14 Jul 2023, 06:44 PM IST

দ্বিতীয় দিনের স্কোর

প্রথম দিনের পর থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন দুই ভারতীয় ওপেনার। রোহিত শর্মা ১০৩ রান করে আউট হলেও যশস্বী জসওয়াল নট-আউট থাকেন ব্যক্তিগত ১৪৩ রানে। দ্বিতীয় দিনের শেষে ভারত তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২ উইকেটে ৩১২ রান। তারা সাকুল্যে ১১৩ ওভার ব্যাট করে। সুতরাং, এখনই ভারতের হাতে লিড রয়েছে ১৬২ রানের। বিরাট কোহলি দ্বিতীয় দিনে নট-আউট থাকেন ৩৬ রান করে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি করে উইকেট নেন আলিক আথানাজে ও জোমেল ওয়ারিকান।

14 Jul 2023, 06:44 PM IST

প্রথম দিনের স্কোর

ডমিনিকায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা ৬৪.৩ ওভারে তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১৫০ রানে। আলিক আথানাজে ৪৭, ক্রেগ ব্রাথওয়েট ২০, রাকিম কর্নওয়াল অপরাজিত ১৯ ও জেসন হোল্ডার ১৮ রান করেন। অশ্বিন ৬০ রানে ৫ উইকেট নেন। ২৬ রানে ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথম দিনের খেলা শেষ করে তাদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ৮০ রান তুলে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ওয়েস্ট ইন্ডিজের থেকে তারা পিছিয়ে থাকে ৭০ রানে। ভারত প্রথম দিনে সাকুল্যে ২৩ ওভার ব্যাট করে। যশস্বী জসওয়াল ৪০ ও রোহিত শর্মা ৩০ রানে নট-আউট থাকেন প্রথম দিনে।

Latest News

শ্রেয়া ঘোষালের কন্ঠস্বর ফেক! সুচিত্রার চাঞ্চল্যকর দাবি, ক্ষুব্ধ গায়িকার ভক্তরা হাজারিবাগ লোকসভা কেন্দ্র: ২৬ বছর পর লড়াইয়ে নেই সিনহারা, কমল জৌলুস IPL 2024: CSK ইনিংসের প্রথম বলেই রুতুরাজকে ফিরিয়ে বিরল নজির গড়লেন ম্য়াক্সওয়েল ধোনির ১১০ মিটারের ছক্কাই ‘প্লে-অফে পৌঁছে দিল’ RCB-কে! বলের রহস্য ফাঁস কার্তিকের ‘দরকার পুরুষদের…’! কাঞ্চনের ‘পরকীয়া’য় দৌড়েছিলেন থানায়, এবার কী বললেন পিঙ্কি পুরনো রুটকে হারিয়ে নয়া নজির গঙ্গার নীচের মেট্রোর, পকেটে ঢুকল কয়েক কোটি লখনউ লোকসভা কেন্দ্র ২০২৪: একদা সাংসদ ছিলেন বাজপেয়ী, এখন রাজনাথের খাসতালুক চোখ মুখ ফ্যাকাসে হয়ে যাচ্ছে? জন্ডিস না অন্য কোনও রোগ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ২০২৪: একদা বাম গড় এখন তৃণমূলের সেফ সিট ‘জ্ঞানেশ্বরীর দায় নেবেন তো!’ ছত্রধর প্রসঙ্গে মমতা নিশানা শুভেন্দুর

Latest IPL News

ধোনির ১১০ মিটারের ছক্কাই ‘প্লে-অফে পৌঁছে দিল’ RCB-কে! বলের রহস্য ফাঁস কার্তিকের মিলল আনুগত্যের ফল! RCB প্লে অফে যেতেই রাস্তা বন্ধ করে উন্মাদনায় ভাসল বেঙ্গালুরু ভগবানের প্ল্যান..ইউপি-র সতীর্থ যশকে বিশেষ দিনে বার্তা,তাঁকে পাঁচ ছয় মারা রিঙ্কুর IPL প্লে অফে RCB, মাঠে চোখ ভর্তি জল বিরাটের, আপ্লুত অনুষ্কার একাজ দেখার মতো ৩ জন প্রধান প্লেয়ারের চোট পার্থক্য গড়ে দিল- প্লে-অফে উঠতে না পারার অজুহাত রুতুর রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ