বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2021: ‘হৃদয় থাকে যেখানে, সেটাই আসল বাড়ি’, RCB নিয়ে আবেগপ্রবণ বিরাট

IPL 2021: ‘হৃদয় থাকে যেখানে, সেটাই আসল বাড়ি’, RCB নিয়ে আবেগপ্রবণ বিরাট

বিরাট কোহলি। ছবি: টুইটার (আরসিবি)

২০০৮ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলছেন বিরাট কোহলি। এর পর এই টিমের অধিনায়কের দায়িত্বও পেয়েছেন। যদিও এখনও আরসিবি-কে আইপিএল চ্যাম্পিয়ন করতে পারেননি বিরাট।

কখনও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে আইপিএলের অন্য কোনও টিমে যোগ দিতে চান না বিরাট কোহলি। যতদিন তিনি আইপিএল খেলবেন, এই দলের হয়েই খেলতে চান। এমনটাই জানিয়েছেন আরসিবি অধিনায়ক।

২০০৮ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলছেন বিরাট কোহলি। এর পর এই টিমের অধিনায়কের দায়িত্বও পেয়েছেন। যদিও এখনও আরসিবি-কে আইপিএল চ্যাম্পিয়ন করতে পারেননি বিরাট। তবু এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে একটা অদ্ভূত বাঁধনে জড়িয়ে পড়েছেন তিনি। সে কারণেই আর এই দল ছেড়ে অন্য কোনও দলে যেতে রাজি নন, এমনটাই ঘোষণা করেছেন বেঙ্গালুরুর অধিনায়ক।

আরসিবি-র প্রতি নিজের আনুগত্য, ভালবাসা দেখানোর জন্য এই দলেরই টুইটার হ্যান্ডলে নিজের একটি ছবি পোস্ট করেছেন। বেঙ্গালুরুর জার্সি পরা এই ছবির সঙ্গে বিরাট লিখেছেন, ‘এই টিম ছেড়ে যেতে বা অন্য কোনও টিমের হয়ে আইপিএলে খেলতে, আমি নিজেকেই দেখতে চাই না।’ এর সঙ্গেই তিনি লিখেছেন, ‘হোম ইজ হোয়্যার দ্য হার্ট ইজ’, অর্থাৎ ‘হৃদয় থাকে যেখানে, সেটাই আসল বাড়ি’। 

গত বছর চারে আইপিএল শেষ করেছিল বেঙ্গালুরু। এ বার আবার নতুন লড়াই। নতুন করে ঘুরে দাঁড়াতে মরিয়া আরসিবি। আইপিএলের প্রথম দিনই ৯ এপ্রিল গত দু'বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে বিরাটের বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। দেখার, এই বছর বেঙ্গালুরুর ভাগ্যের শিকে ছেড়ে কি না!

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জলে গেল ইরফান-ইউসুফের ঝোড়ো ইনিংস, লেজেন্ডস লিগের ফাইনালে কেদারের সুপারস্টার্স 'আরএসএস সকল প্রজন্মের অনুপ্রেরণা', সংগঠনের শতবর্ষে পদার্পণে বার্তা মোদীর কাশ্মীর থেকে কন্যাকুমারী দেশজুড়ে অনশনে বসবেন জুনিয়র ডাক্তাররা, বাংলার হাতে হাত বিয়ের পর প্রথম বিজয়ায় সিঁদুরে মাখামাখি দর্শনা, সিঁদুর খেললেন শুভশ্রী-রচনা-নুসরত বাংলার বিদ্বজ্জনদের চিঠি পৌঁছল মুখ্যমন্ত্রীর দুয়ারে, মধ্যস্থতায় ইমেল দু’‌পক্ষকে গান গেয়ে মা দুর্গাকে বিদায় জানালেন মমতা! শুনে নিন বিজয়ার গান, শেয়ার কুণালের ৩৭ বার ২০০-র বেশি রান! সামারসেট, CSK, RCB-কে টপকে T20-তে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর বাড়ানো হল সলমন খানের বাড়ির বাইরের নিরাপত্তা দশমীতে একটা নতুন শাড়ি কিনে দিলে না! চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ বধূর মুকেশ-শাহবাজের সাঁড়াশি আক্রমণে ভাঙল UP-র প্রতিরোধ, রঞ্জির ১ম ইনিংসে লিড বাংলার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.