খেলোয়াড়দের নিয়ে টানাটানির মধ্যে ‘ঝামেলায়’ জড়ালেন নিলামকারী চারু শর্মা ও পঞ্জাব কিংসের কর্তারা। তা নিয়ে মজাদার টুইট করল রাজস্থান রয়্যালস। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
শনিবার আইপিএল নিলামের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন নিলামকারী হিউজ এডমিডিস। তাঁর পরিবর্তে উপস্থাপক চারু নিলাম পরিচালনা করতে থাকেন। নিলামের ক্ষেত্রে সড়গড় না হলেও ভালোভাবেই সামলাচ্ছিলেন তিনি। কোনওরকম ঝঞ্জাট ছাড়াই প্রথম পর্ব শেষ করেন। দ্বিতীয় পর্বের শুরুতেই জানিয়ে দেন, সময়ের দিকে বাড়তি নজর দেওয়া হবে। সেই দ্বিতীয় পর্বের একাধিক খেলোয়াড়ের জন্য ঝাঁপায় পঞ্জাব। সময়ের বিষয় নিয়ে চারুর সঙ্গে কিছুটা মতবিরোধ হয় পঞ্জাব কর্তাদের।
সেই মতবিরোধের পর রাজস্থান রয়্যালসের তরফে একটি টুইট করা হয়। তাতে বলিউড সিনেমা ‘খাট্টা মিঠার’ একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। সেখানে দেখাচ্ছিল, এক ব্যক্তি যখনই খাবার নিতে যাচ্ছিলেন, তখনই তাঁর থেকে খাবার নিয়ে নিচ্ছেন অক্ষয় কুমার। ভিডিয়োয় অক্ষয়কে চারু হিসেবে দেখানো হয়েছে। অপর ব্যক্তিকে দেখানো হয়েছে পঞ্জাব হিসেবে।
উল্লেখ্য, শনিবার বেলা ১২ টা থেকে বেঙ্গালুরুতে আইপিএলের নিলাম শুরু হয়। প্রথম ঘণ্টাদুয়েক কোনওরকম কোনও অসুবিধা হয়নি। তারইমধ্যে শ্রীলঙ্কার খেলোয়াড় ওয়ানিন্দু হাসারাঙ্গার নাম ওঠে। তাঁর বেস প্রাইজ ছিল এক কোটি টাকা। তাঁকে নিয়ে রীতিমতো দড়ি টানাটানি শুরু হয় সানরাইজার্স হায়দরাবাদ এবং পঞ্জাব কিংসের। শেষের দিকে আগ্রহ দেখায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। তাঁর দাম ১০ কোটি টাকা ছাড়িয়ে যায়। সেই দর কষাকষির মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন নিলামকারী এডমিডিস। মঞ্চ থেকে নীচে পড়ে যান তিনি। সকলেই চমকে যান। কী হয়েছে, তা অনেকেই প্রাথমিকভাবে বুঝতে পারেননি। পরে আইপিএলের তরফে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল আছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।