হেলমেট ছাড়া ওয়েস্ট ইন্ডিজের আগুনে পেসারদের অনায়াসে সামলেছেন। স্বাভাবিকভাবেই কীভাবে গতিশীল বলের মোকাবিলা করতে হবে, সুনীল গাভাসকরের থেকে ভালো আর কেই বা বলতে পারবেন। চলতি আইপিএলে উমরান মালিকের গতির সামনে ব্যাটসম্যানদের যেভাবে বিব্রত হতে দেখা যাচ্ছে, তা দেখেই গাভাসকর বাতলে দিলেন উমরানকে সামলানোর সহজ উপায়।
আইপিএলের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের আলোচনায় প্রথমে নিতান্ত মজা করেই সানি বলেন যে, ‘উমরানকে যদি নিরাপদে সামলাতে চাও, তবে একরান নিয়ে নন-স্ট্রাইকার প্রান্তে চলে যাও।’
আরও পড়ুন:- IPL 22: লকি ফার্গুসনকে পিছনে ফেলে চলতি মরশুমে দ্রুততম বল করার নজির উমরান মালিক
পরক্ষণে গাভাসকর নিজের উপলব্ধি দিয়ে যথাযথ রাস্তা বাতলে দেন ব্যাটসম্যানদের। গাভাসকরের দাবি, বল করার সময় উমরানকে স্টাম্প দেখতে দেওয়া উচিত নয়। তাই ব্যাটসম্যানদের উচিত তিনটি স্টাম্প ঢেকে ব্যাট করা।
সানির কথায়, ‘ওকে (উমরানকে) স্টাম্প দেখতে দিও না। তিনটি স্টাম্পই কভার করে খেল, যাতে বল করার সময় ও বুঝতে না পারে কোথায় অফ-স্টাম্প আছে আর কোথায় লেগ স্টাম্প।’
আরও পড়ুন:- IPL 2022: শাপে বর হায়দরাবাদের, Covid-এর জন্যই এত তাড়াতাড়ি স্পটলাইটে উমরান
উল্লেখ্য, উমরান মালিক ইতিমধ্যেই ৯ ম্যাচে ১৫টি উইকেট সংগ্রহ করেছেন। চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগের বেগুনি টুপির দৌড়ে একেবারে প্রথম সারিতে রয়েছেন তিনি। যদিও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বল হাতে নজর কাড়তে পারেননি উমরান। ৪ ওভার বল করে ৪৮ রান খরচ করেন তিনি। কোনও উইকেট তুলতে পারেননি।