মুম্বই ইন্ডিয়ান্সরে বিরুদ্ধে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সাত উইকেটে খুব সহজেই ম্য়াচ জিতে যায়। এই ম্যাচ বিরাট কোহলিকে দারুণ ছন্দে দেখালেও ৩৬ বলে ৪৮ রান করে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে সাজঘরে ফিরতে হয় তাঁকে। আলজারি জোসেফের পর মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসাবে নিজের আইপিএলের প্রথম বলেই কোহলিকে ফেরান ডেওয়াল্ড ব্রেভিস।
আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরাট কোহলিকে গজগজ করতে মাঠ ছাড়তে দেখা গেলেও, ম্যাচ শেষে দারুণ স্পোর্টসম্যান স্পিরিটের উদাহরণ দিলেন বিরাট। ম্যাচে যে ব্রেভিস তাঁকে আউট করে সাজঘরে ফিরিয়েছিলেন, তাঁরই পিঠ চাপড়ে তাঁকে বাহবা দিতে দেখা গেল প্রাক্তন আরসিবি তথা ভারতীয় অধিনায়ককে। সেই ভিডিয়োয় কোহলিকে ব্রেভিসের প্রশংসা তাঁকে উদ্দেশ্যে করে বলতে শোনা যায়, ‘ইয়াং ম্যান! প্রথম সাক্ষাৎটা দারুণ হল। প্রথম বলেই আমায় আউট করে দিলে। আর সব কেমন চলছে? নিজের এই অভিজ্ঞতাটা উপভোগ করছো তো?’
ম্যাচের পর কোহলির সঙ্গে একগুচ্ছ তরুণ মুম্বইয়ের ক্রিকেটাররা নিজেদের নানা প্রশ্ন করছিলেন। তাদের মধ্যেই ছিলেন ব্রেভিস। ‘বেবি এবি’ নামে খ্যাত তরুণ দক্ষিণ আফ্রিকান তারকা কোহলিই আলাদাভাবে হাসিমুখে বাহবা দেন। এই ঘটনা আবারও প্রমাণ করে, মাঠে কোহলিকে যতই লড়াকু ও খুনে মেজাজে মনে হোক না কেন, মাঠের বাইরে কিন্তু তিনি সম্পূর্ণ ভিন্ন।