চোটের জন্য ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) পেসার রসিখ সালাম। তাঁর পরিবর্তে দিল্লির পেসার হর্ষিত রানাকে নিয়েছে নাইট শিবির। কিন্তু কে এই হর্ষিত রানা, তা জেনে নিন -
১) দিল্লির হয়ে খেলেন পেসার হর্ষিত রানা।
২) গুজরাট টাইটানসের নেট বোলার ছিলেন হর্ষিত। অর্থাৎ নেটে শুভমন গিলদের বল করতেন। তাঁকে ২০ লাখ টাকায় নিয়েছে কেকেআর।
৩) আপাতত সিকে নাইডু ট্রফিতে দিল্লির হয়ে খেলছেন হর্ষিত। তিনটি ম্যাচেই খেলেছেন। কর্নাটকের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২১ ওভারে ৮৩ রানে এক উইকেট নিয়েছিলেন। ইকোনমি রেট ছিল ৩.৯৫। উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংস ২৩ ওভারে ১০ টি মেডেন-সহ ৪২ রানে তিন উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ৭.২ ওভার বল করেছিলেন। ২৫ রান দিয়েছিলেন। তবে কোনও উইকেট পাননি। হরিয়ানার বিরুদ্ধে প্রথম ইনিংসে আবার ১৩ ওভারে ৪৮ রান দিয়েছিলেন হর্ষিত। কোনও উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে বল করেননি।
এমনিতে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে চলেছে কেকেআর। সেই ম্যাচের আগে বাংলা নববর্ষ উদযাপন করেন নাইট তারকারা। শুক্রবার বাংলা নববর্ষের সকালে কেকেআরের ভিডিয়োয় দেখা যায়, হলুদ পঞ্জাবি পরে ফটোশ্যুট সারছেন কামিন্স। তাঁর থেকে চোখই সরানো যাচ্ছিল না। তারইমধ্যে মিষ্টি নিয়ে আসেন নাইট অধিনায়ক। তিনি বলেন, ‘এক মিনিট, এক মিনিট, ফটোশ্যুট তো হতেই থাকবে। শুভ নববর্ষ প্যাট। আজ বাংলা নববর্ষ। আমরা আজ মিষ্টি খাই। তুমিও কিছু খাও।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।